2019 সালে সারা ভারতে Jio GigaFiber পরিষেবা শুরু হয়ে যাবে। তার ঠিক আগে গ্রাহক ধরে রাখতে জলের দরে ডেটা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এর সাথেই আসছে কোম্পানির নিজস্ব ফাইবার ব্রডব্যান্ড ‘Bharat Fiber'। নতুন ফাইবার কানেকশানে 1.1 টাকা প্রতি GB দরে দিনে 35GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই ছয় মাস বা এক বছরের প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
ইতিমধ্যেই অনলাইনে ‘Bharat Fiber' এর রেজিস্ট্রেশান শুরু করেছে BSNL। সম্প্রতি ET তে রক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এই বিষয়ে BSNL কে প্রশ্ন করলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিনামূল্যে 1000GB ডাটা দিচ্ছে Airtel
আগেই জানানো হয়েছে ‘Bharat Fiber' কানেকশানে 1.1 টাকা প্রতি GB দরে দিনে 35GB ডেটা ব্যবহার করা যাবে। তবে কোন প্রযুক্তি ব্যবহার করে এই ফাইবার কানেকশান দেওয়া হবে তা জানানো হয়নি রিপোর্টে।
আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি নিয়ে এল Vodafone
সম্প্রতি ছয় মাস ও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে 25 শতাংশ ক্যশব্যাক ঘোষণা করেছিল BSNL। এছাড়াও 675, 845, 999, 1,199, 1,495, 1,745 আর 2,295 টাকা প্ল্যানে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশি ডেটা দিতে শুরু করেছিল কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন