সম্প্রতি 999 টাকা আর 1,999 টাকা প্ল্যানের দুটি নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এসেছিল Vodafone। এবার একই দামে দুটি নতুন প্ল্যান লঞ্চ করল Idea। নতুন 999 টাকা আর 1,999 টাকা প্রিপেড প্ল্যানে Idea প্রিপেড গ্রাহকরা 365 দিন ভ্যালিডিটি পাবেন। 999 টাকা প্ল্যানে মোট 12GB ডেটা থাকবে। অন্যদিকে 1,999 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে।
আপাতত শুধুমাত্র পাঞ্জাব সার্কেলের Idea প্রিপেড গ্রাহকরা 999 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। 999 টাকা প্ল্যানে Idea প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করা যাবে। সাথে থাকছে মোট 12 GB শেটা। 999 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
1,999 টাকা প্ল্যানের ভ্যালিডিটিও 365 দিন। এই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ এই প্ল্যানে দিনে 547.5GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও 999 টাকা প্ল্যানের মতোই 1,999 প্রিপেড প্ল্যানে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সাথেই দিনে 100 টি SMS করা যাবে। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। অন্য সার্কেলে কবে এই প্ল্যান লঞ্চ হবে জানা যায়নি।
এছাড়াও সম্প্রতি Citi Bankএর সাথে হাত মিলিয়ে ক্রেডিট কার্ড দিতে শুরু করেছে Idea। শুধুমাত্র Idea গ্রাহকরা এই ক্রেডিট কার্ড পাবেন। আপাতত শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য এই সুবিধা শুরু করেছে Idea।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন