পুজোর আগে অফারের ডালি সাজিয়ে হাজির Vodafone Idea
25 টাকা থেকে 245 টাকার মধ্যে এই রিচার্জগুলি লঞ্চ করেছে Vodafone Idea। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। Idea উত্তরপ্রদেশ পশ্চিম, পাঞ্জাব ও তামিলনাড়ু সার্কেল ও Vodafone তামিলনাড়ু সার্কেলের গ্রাহকরা আপাতত এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।