এই বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলেই এবার থেকে Vodafone 4G সার্ভিস ব্যবহার করতে পারছেন Idea গ্রাহকরা।
পুজোর সাত দিন ভ্যালিড থাকবে Idea পুজো অফার
Jio ও Airtel এর সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সম্প্রতি এক হয়ে গিয়েছে Vodafone ও Idea। সম্প্রতি কলকাতার গ্রাহকদের জন্য 4G সার্ভিস শুরু করেছে Idea। পুজোর ঠিম আগে এবার উপহারের ডালি সাজিয়ে উপস্থিত টেলিকম কোম্পানিটি। পুজোর ঠিক আগে কলকাতার সব গ্রাহককে 10GB 4G ডাটা বিনামূল্যে দেবে Idea। মাত্র 7 দিনের জন্য বৈধ থাকবে এই ডাটা। কলকাতায় Idea গ্রাহকদের 4G সার্ভিসে অনুপ্রাণিত করতে বিনামূল্যে 4G সিম দিচ্ছে Idea।
এই বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এই দুই কোম্পানি এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলেই এবার থেকে Vodafone 4G সার্ভিস ব্যবহার করতে পারছেন Idea গ্রাহকরা। নিকটবর্তী Idea স্টোরে গিয়ে বিনামূল্যে 4G সিম পেয়ে যাবেন সব Idea গ্রাহক।
আগামী 20 অক্টোবর পর্যন্ত চালু থাকবে লঞ্চ অফার। এই অফারে বিনামূল্যে 10GB ডাটা ব্যবহার করা যাবে। কলকাতায় Idea নম্বর থেকে *800*45# ডায়াল করে এই অফারের সুবিধা পাওয়া যাবে। তবে এই অফারের জন্য নতুন Idea 4G সিম একটি 4G হ্যান্ডসেটে থাকা বাধ্যতামূলক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Windows 11 Update Causes Classic Outlook to Become Unresponsive; Users Urged to Use Webmail
Forza Horizon 6 Gameplay, Cars and Features Revealed; Release Date Confirmed