নতুন 279 টাকার প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ভোডাফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই পাবেন SMS এর সুবিধা। আপাতত শুধুমাত্র কর্ণাটক ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
279 টাকার প্ল্যান লঞ্চ করেছে Vodafone
Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় আবার নতুন প্ল্যান নিয়ে হাজির Vodafone। নতুন 279 টাকার প্ল্যান লঞ্চ করেছে Vodafone। এই প্ল্যানে লম্বা ভ্যালিডিট প্ল্যানে আনলিমিটেড কল পাওয়া যাবে। এর সাথেই থাকবে সামান্য ডাটা। তবে Vodafoneএর অন্যান্য প্ল্যানের মতোই 279টাকার প্ল্যানেও ভয়েস কলে দৈনিক ও সাপ্তাহিক সীমা থাকবে।
নতুন 279 টাকার প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে নতুন 279টাকার প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই পাবেন SMS এর সুবিধা। আপাতত শুধুমাত্র কর্ণাটক ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। আগেই জানানো হয়েছে 279 টাকার প্ল্যানে গ্রাহক কলের সাথেই পাবেন সামান্য ডাটা। তবে নামে আনলিমিটেড হলেও 279 প্ল্যানে Vodafone গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট কথা বলতে পারবেন।
যে সব গ্রাহক ফোনে বেশি কথা বলেন তাদের লক্ষ্য করেই এই প্ল্যান লঞ্চ করেছে Vodafone। সম্প্রতি 99 টাকা ও 109 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। এই দুই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই 1GB ডাটা পাওয়া যাবে। দুটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
এই প্রথম ভারতে 300 টাকার নীচে কোন প্ল্যান লঞ্চ করল Vodafone। Jio –র 84 দিন ভ্যালিডিটির প্ল্যান শুরু হচ্ছে 348 টাকা থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?