195 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল কোম্পানিটি। এই প্ল্যানে দিনে 1.25 GB ডাটা ব্যবহার করা যাবে। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ফলেই 195 টাকায় 35GB ডাটা ব্যবহার করা যাবে।
195 টাকায় 35GB ডাটা ব্যবহার করা যাবে।
রোজই প্রিপেডে নতুন অফার নিয়ে আসছে Airtel। এবার 195 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল কোম্পানিটি। এই প্ল্যানে দিনে 1.25 GB ডাটা ব্যবহার করা যাবে। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ফলেই 195 টাকায় 35GB ডাটা ব্যবহার করা যাবে। সাথে থাকবে বিনামূল্যে কলিং এর সুবিধা। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Airtel।
যদিও টেলিকম টক ওয়েবসাইটে এক রিপোর্টে জানা গিয়েছে কেরালা সার্কেলেও এই প্ল্যান লঞ্চ হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এই তথ্য দেখালেও My Airtel অ্যাপ থেকে এই তথ্য দেখা যাচ্ছে না। শিঘ্রই ভারতের অন্য সব সার্কেলে এই প্ল্যান নিয়ে আসবে Airtel।
![]()
গত সপ্তাহে 168 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Airtel। 168 টাকার রিচার্জে প্রতিদিন 1GB ডাটা, 100 টি SMS ও আনলিমিটেড কল ব্যবহার করতে পারবে Airtel গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
অন্যদিকে Jio 198 টাকা প্ল্যানে মাসে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল ও SMS এর সুবিধা পাওয়া যায়।
জুলাই মাসে 199 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Vodafne। 199 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8GB করে ডাটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory