Jio ও Airtel কে টেক্কা দিতে নতুন কম্বো প্যাক লঞ্চ করল Vodafone Idea। প্রসঙ্গত গত মাসে বাজারেব প্রতিযোগিতায় টিকে থাকতে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। এবার একসাথে ছয়টি নতুন প্ল্যান লঞ্চ করল Vodafone Idea। ভারতে নির্বাচিত কিছু সার্কেলের Vodafone ও Idea গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন এই প্ল্যানে কলিং ও ডাটার সাথেই অতিরিক্ত সুবিধা পাবেন গ্রাহকরা। মাত্র 25 টাকা থেকে এই রিচার্জগুলি শুরু হচ্ছে।
25 টাকা থেকে 245 টাকার মধ্যে এই রিচার্জগুলি লঞ্চ করেছে Vodafone Idea। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। Idea উত্তরপ্রদেশ পশ্চিম, পাঞ্জাব ও তামিলনাড়ু সার্কেল ও Vodafone তামিলনাড়ু সার্কেলের গ্রাহকরা আপাতত এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। যে সব গ্রাহক আনলিমিটেড প্ল্যান ব্যবহার করতে চান না তাদের জন্য বিশেষভাবে এই ‘অ্যাক্টিভ রিচার্জ’ লঞ্চ করেছে কোম্পানি।
25 টাকার প্ল্যানে 18 টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকবে 10শ ডাটা। ভ্যালিডিটি 28 দিন। 35 টাকার প্ল্যানে পাওয়া যাবে 26 টাকার টকটাইম আর 100MB ডাটা, ভ্যালিডিটি 28 দিন। এই সব প্ল্যানে প্রি সেকেন্ডে এক পয়সা দরে ফোন করতে পারবেন গ্রাহকরা। 65 টাকার প্ল্যানে পাওয়া যাবে 65 টাকা টকটাইম আর 200MB ডাটা। ভ্যালিডিটি 28 দিন।
95 টাকার প্ল্যানে পাওয়া যাবে 95 টাকার টকটাইম আর 500 MB ডাটা। ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে মিনিটে তিরিশ পয়সা অথবা দুই সেকেন্ডে এক পয়সা দরে কল করা যাবে। 145 টাকারপ্ল্যানে 145 টাকা টকটাইম ও 1GB ডাটা পাওয়া যাবে। ভ্যালিডিটি 42 দিন। 245 টাকার প্ল্যানে 245 টাকা টকটাইম আর 2GB ডাটা পাওয়া যাবে। ভ্যালিডিটি 84 দিন। এই সব প্ল্যানেই মিনিটে তিরিশ পয়সা অথবা দুই সেকেন্ডে এক পয়সা দরে কল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন