নতুন 295 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea। নতুন এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড কল, 5GB ডাটা আর 100 টি SMS ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 42 দিন। নামে আনলিমিটেড হলেও এই প্ল্যানে গ্রাহকরা দিনে 250 মিনিট আর স্পতাহে 1000 মিনিট কথা বলতে পারবেন। Idea-র নতুন 295 টাকার এই প্ল্যান Airtel-এর 299 টাকার প্ল্যান ও Jio-র 251 টাকার প্ল্যানকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে।
295 টাকার এই প্ল্যানে Idea গ্রাহকরা আনলিমিটেড কল করতে পারবেন। এর সাথেই 295 টাকার প্ল্যানের গ্রাহকরা 5GB ডাটা আর 100 টি SMS ব্যবহার করতে পারবেন। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 42 দিন। এই প্ল্যানে গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট ভয়েস কল করতে পারবেন। এই সীমা অতিক্রম করে গেলে গ্রাহককে প্রি সেকেন্ডে এক পয়সা করে দিতে হবে।
এই সাথেই 295 টাকার এই প্ল্যানে 100 টি নম্বরে ভয়েস কল করা যাবে। 100 টির বেশি নম্বরে ফোন করলে প্রতি সেকেন্ডে এক পয়সা করে খরচ করতে হবে। একই ভাবে দিনের 5GB ডাটা শেষ হয়ে গেলে প্রতি 10KB তে গ্রাহকের খরচ হবে 4 পয়সা।
দেশের সব 4G সার্কেলে 295 টাকার প্ল্যান লঞ্চ করেছে Idea। MyIdea অ্যাপ অথবা কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে এই অফার সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা।
আগেই জানানো হয়েছে Airtel-এর 299 টাকার প্ল্যান ও Jio-র 251 টাকার প্ল্যানকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে এই প্ল্যান। Airtel-এর 299 টাকার প্ল্যানে গ্রাহক আনলিমিটেড কলিং এর সাথেই প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পান। তবে এই প্ল্যানে কোন ডাটা বেনিফিট পাওয়া যায় না। এই প্ল্যানের ভ্যালিডিটি 45 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন