Jio –র সাথে প্রতিযোগিতায় আবার বাজারে নতুন প্ল্যান নিয়ে হাজির Vodafone। কোম্পানির লাইন আপে নতুন আন,লিমিটেড প্ল্যান লঞ্চ করল কোম্পানি। Vodafone প্রিপেডে 99 টাকা ও 109 টাকার দুটি আনলিমিটেড প্ল্যান যোগ হয়েছে। দুটি প্ল্যানেই 28 দিন ভ্যালিডিটি ও আনলিমিটেড কল এর সুবিধা পাওয়া যাবে। তবে 109 টাকার প্ল্যানের সাথে থাকবে 1GB ডাটা। নামে আনলিমিটেড হলেও দুটি প্ল্যানেই কল করার দৈনিক ও সাপ্তাহিক সীমা থাকবে।
সম্প্রতি Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে নতুন 99 টাকা ও 109 টাকার আনলিমিটেড প্ল্যান লঞ্চ করেছে Vodafone। 99 টাকার প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে। তবে 109 টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই থাকবে 1GB ডাটা। এই দুই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রসঙ্গত নামে আনলিমিটেড হলেও দুটি প্ল্যানেই কল করার দৈনিক ও সাপ্তাহিক সীমা থাকবে। এই দুই প্ল্যানে দিনে সর্বোচ্চ 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট কল কিরা যাবে। এছাড়াও 1000 টি আলাদা নম্বরে কল করা যাবে।
সারা দেশের Vodafone গ্রাহকরা এই দুটি প্ল্যান ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যে সব গ্রাহকদের কল করা বেশি প্রয়োজনীয় তাদের পছন্দ হবে এই দুটি প্ল্যান। Jio র 98 টাকার প্ল্যানের সাথে বাজারে লড়াই করবে Vodafone এর নতুন দুটি প্ল্যান। প্রসঙ্গত Jio 98 টাকা প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই 1GB ডাটা ও 300 টি SMS বিনামূল্যে করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রসঙ্গত Jio 98 টাকা প্ল্যানে কলে কোন লিমিট থাকবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন