189 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Idea। ভয়েস ও ডাটা সুবিধার সাথেই এই প্ল্যানে সর্বোচ্চ 56 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কয়েক সপ্তাহ আগেই 189 টাকা প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। এর পরেই একই প্ল্যান লঞ্চ করল Idea। দুটি প্ল্যানেই একই সুবিধা পাওয়া যাবে। 189 টাকা প্ল্যানে আইডিয়া গ্রাহকরা আনলিমিটেড কলিং, দিনে 100 টি SMS আর 2GB ডাটা ব্যবহার করতে পারবেন।
আপাতত নির্বাচিত কিছু সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Idea। নামে আনলিমিটেড হলেও এই প্ল্যানে এই প্ল্যানের গ্রাহকরা দিনে সর্বোচ্চ 250 মিনিট আর সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট কথা বলতে পারবেন। 100 আলাদা নম্বরে কাজ করবে বিনামূল্যে কলিং এর সুবিধা। এই প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
Idea র সাথে মিলে যাওয়ার পরে প্রথম 189 টাকা প্ল্যান লঞ্চ করেছিল Vodafone। ইতিমধ্যেই সারা দেশের Vodafone প্রিপেড গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারেন।
বাজারে Jio 198 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Idea প্রিপেড প্ল্যান। Jio 198 টাকা প্ল্যানে দিকে 2GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন