499 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে ল Vodafone। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।
499 টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে
499 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে ল Vodafone। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন। আগে 555 টাকা প্ল্যানে 70 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এবার এবার 555 টাকা প্ল্যানের বৈধতা বেড়ে 77 দিন হয়েছে। আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone ও Idea প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন।
499 টাকা প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা থাকছে। সঙ্গে প্রতিদিন বিনামূল্যে 100 টা এসএমএস পাঠানো যাবে। এই প্ল্যানের সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিন।
আবার দাম বাড়াতে পারে Airtel; বিশাল আর্থিক লোকসানের মুখোমুখি সংস্থা
কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে আপাতত দিল্লি এনসিআর ও মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় সার্কেলের গ্রাহকরা 499 টাকা প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন। Vodafone ও Idea নেটওয়ার্কের গ্রাহকরা নতুন প্ল্যান ব্যবহারের সুবিধা পাবেন।
499 টাকায় নতুন প্ল্যান লঞ্চের সঙ্গেই 555 টাকা প্ল্যানের বৈধতা বড়িয়েছে কোম্পানি। আগে এই প্ল্যানে 70 দিন বৈধতা পাওয়া যেত। এবার থেকে 555 টাকা প্ল্যানে Vodafone ও Idea গ্রাহকরা 77 দিন ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানের সঙ্গে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, দিনে 100 এসএমএস ও প্রতিদিন 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে।
Vodafone -এর ডবল ধামাকা! প্রতিদিন মিলবে 3GB ডেটা
499 টাকা প্ল্যানের মতোই নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা 555 টাকা প্ল্যান ব্যবহারের সুবিধা পাবেন। ফলে এখনও আপনার সার্কেলে 555 টাকা প্ল্যানে 70 দিন ভ্যালিডিটি মিলতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Nord 6 Appearance on TDRA Certification Website Hints at Upcoming Launch