149 টাকার প্ল্যানে 33GB ডাটা পাওয়া যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 100 টি SMS। Idea র নতুন 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে সম্প্রতি এক হয়েছে Vodafone ও Idea। এবার নতুন 149 টাকার প্ল্যান লঞ্চ করল Idea। এই প্ল্যানে ডাটা ভয়েস কল ও SMS এর সুবিধা পাওয়া যাবে। কর্ণাটক, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা আপাতত এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কয়েকদিন আগেই Vodafone Idea একসাথে কম্বো প্যাক লঞ্চ করেছিল। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
নতুন 149 টাকার প্ল্যানে 33GB ডাটা পাওয়া যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 100 টি SMS। Idea র নতুন 149 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Telicom Talk ওয়াবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে এই প্ল্যানে ভয়েস কলে দিনে সর্বোচ্চ 250 মিনিট ও সপ্তাহে সর্বোচ্চ 1000 মিনিট ভয়েস কল করা যাবে। 100 টি আলাদা নম্বরে এই ফ্রি কলিং এর সুবিধা পাবেন গ্রাহক।
Jio 149 টাকার প্ল্যানে দিনে 1.5GB ডাটা পাওয়া যায়। সাথে থাকে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করার সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch