এর সাথেই রাজ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার বন্যাত্রান শিবিরে কল বুথ তৈরী করেছে Idea। এই কল বুথ থেকে বন্যাত্রান শিবিরের শরণার্থীরা বিনামূল্যে ফোন কল করতে পারবেন।
ভয়াবহ বন্যায় কেরালায় প্রায় 400 মানুষ প্রান হারিয়েছেন।
ভয়াবহ বন্যায় কেরালায় প্রায় 400 মানুষ প্রান হারিয়েছেন। ইতিমধ্যেই সেই রাজ্যে একাধিক জায়গায় জল নামতে শুরু করেছে। Jio, Airtel, Vodafone, Idea আর BSNL এর মতো মোবাইল নেটওয়ার্কগুলি বন্যা বিদ্ধস্ত অঞ্চলে গ্রাহকদের বিনামূল্যে ফোন কল ও ডাটা ব্যবহার করতে দিচ্ছে। এবার কেরালায় বন্যায় যে সব গ্রাহক নিজেদের সিম কার্ড হারিয়েছেন বা নষ্ট হয়েছে গিয়েছে সেই গ্রাহকদের বিনামূল্যে সিম কার্ড বদলে দেওয়ার কথা ঘোষনা করল Idea।
এক বিবৃতিতে Idea জানিয়েছে কেরালায় বন্যায় যে সব গ্রাহকের সিম কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বিনামূল্যে তাদের সিম কার্ড বদলে দেওয়া হবে। 31 অগাস্টের আগে নিকটবর্তী Idea স্টোরে গিয়ে সিম কার্ড বদলে নেওয়া যাবে।
এর সাথেই রাজ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার বন্যাত্রান শিবিরে কল বুথ তৈরী করেছে Idea। এই কল বুথ থেকে বন্যাত্রান শিবিরের শরণার্থীরা বিনামূল্যে ফোন কল করতে পারবেন।
আগে একটি টোল ফ্রি নম্বর (1984) তৈরী করেছিল Idea। এই নম্বরে ফোন করে মোট কত জন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা জানানোর ব্যবস্থা করা হয়েছিল। এরপরে লোকেশান ট্র্যাকার দিয়ে সেই ব্যাক্তিদের খঁজার কাজ করেছে Idea।
ইতিমধ্যেই Samsung, Jio ও অন্যান্য সব বড় মোবাইল নেটওয়ার্ক কেরালায় বন্যাত্রানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free
Athibheekara Kaamukan Is Streaming Online: All You Need to Know About the Malayali Romance Drama