2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। নতুন প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে। সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা। এছাড়াও সব Jio নম্বরে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে রয়েছে সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।
2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio
2,121 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে 12,000 মিনিট ভয়েস কল করা যাবে। এছাড়াও 2,121 টাকা প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন 100 টা এসএমএস করতে পারবেন। এছাড়াও JioTV, JioCinema, JioNews সহ সব Jio অ্যাপ সাবক্রিপশন ব্যবহার করা যাবে।
ইতিমধ্যেই Jio ওয়েবসাইটে 2,121 টাকা প্রিপেড প্ল্যান সামনে এসেছে। এছাড়াও Paytm ও Google Pay থেকে Jio নম্বর রিচার্জের সময় নতুন প্ল্যান দেখা গিয়েছে।
Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা: শুরু হচ্ছে UPI পেমেন্ট
গত বছর ডিসেম্বরে নতুন বছর উপলক্ষে গ্রাহকদের জন্য 2,020 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Jio। সেই প্ল্যানের সঙ্গেও প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে 12,000 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও 2,020 টাকা প্রিপেড প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি দিচ্ছিল মুকেশ আম্বানির কোম্পানি। সীমিত সময়ের জন্য বিশেষ অফারে এই প্ল্যান নিয়ে এসেছিল Jio।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন