4,999 টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনল Jio। গত বছর ডিসেম্বরে এই প্ল্যান বন্ধ করে দিয়েছিল মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 360 দিন বৈধতা পাওয়া যাবে। থাকছে 350GB ডেটা। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য 12,000 মিনিট টকটাইম পাওয়া যাবে।
ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে নতুন এই প্ল্যান দেখা গিয়েছে। অন্য সব প্ল্যানের মতোই 4,999 টাকা প্ল্যানেও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। 350GB হাই স্পিড ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হবে।
চলতি বছরেই ধীরে ধীরে ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল Jio
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও সম্প্রতি লম্বা ভ্যালিডিটির 2,121 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Jio। 2,121 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 336 দিন। সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে 12,000 মিনিট ভয়েস কল করা যাবে। এছাড়াও 2,121 টাকা প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন 100 টা এসএমএস করতে পারবেন। এছাড়াও JioTV, JioCinema, JioNews সহ সব Jio অ্যাপ সাবক্রিপশন ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন