ধীরে ধীরে ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল Jio। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে এই প্রস্তাব দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।
ব্যক্তিগত ও কর্পোরেট কানেকশনের দাম বাড়াতে পারে Jio
ধীরে ধীরে ডেটার দাম বাড়ানোর প্রস্তাব দিল Jio। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে এই প্রস্তাব দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে দাম বেড়ে প্রতি জিবি ডেটার জন্য 20 টাকা খরচ হতে পারে।
টেলিকম পরিষেবার নুন্যতম দাম ঠিক করে দেওয়ার জন্য TRAI কে পরামর্শ দেওয়ার সময় Jio জানিয়েছে ভয়েস কলের দাম আগের মতোই থাকা প্রয়োজন। ডেটার দাম বাড়ালে এক ধাক্কায় গ্রাহকের পকেটে অনেকটা চাপ পড়বে।
কোম্পানির তরফ থেকে TRAI কে আরও জানানো হয়েছে, ভারতের গ্রাহক দামের প্রতি সংবেদনশীল হওয়ার কারণে নুন্যতম দাম ঠিক করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। দাম বাড়ানোর প্রাভাগ যতটা কমানো যায় সেই বিষয়ে নজর রাখতে হবে।
Jio গ্রাহকদের জন্য বড় ধাক্কা! কমলো প্রিপেড প্ল্যানের বৈধতা
একবার টেলিকম পরিষেবার দাম ধার্য হলে ব্যক্তিগত ও কর্পোরেট কানেকশনে সেই দাম নিতে শুরু করবে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন