Airtel কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নিল মুকেশ আম্বানির Jio। মে মাসের প্রকাশিত তথ্য থেকে এই খবর সামনে এসেছে। 2016 সালের ভারতে টেলিকম নেটওয়ার্ক লঞ্চ করেছিলেন দেশের সবথেকে ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি। শুরুতে বিনামূল্যে ও পরে অবিশ্বাস্য দামে ডেটা দিয়ে ইতিমধ্যেই দেশবাসীর মন জয় করেছে Jio।
2019 সালের মে মাসে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে। শুক্রবার TRAI এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।
এই মুহুর্তে 38.76 কোটি গ্রাহক সহ দেশের এক নম্বর নেটওয়ার্ক Vodafone Idea। এছাড়াও তিন নম্বরে রয়েছে Airtel। এই দুই নেটওয়ার্ক মে মাসে বিপুল পরিমান গ্রাহক হারিয়েছে। তবে Jio ছাড়াও মে মাসে নিজেদের নেটওয়ার্কে নতুন গ্রাহক যোগ করেছে BSNL।
TRAI এর প্রকাশিত তথ্য অনুযায়ী মে মাসে ভারতের মোট টেলিকম গ্রাহকের সংখ্যা 116.23 কোটি থেকে কমে 116.18 কোটি হয়েছে। এর মধ্যে 89.72 শতাংশ গ্রাহক বেসরকারী কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করেন। বাকি 10.28 শতাংশ গ্রাহক BSNL আর MTNL নেটওয়ার্ক ব্যবহার করেন।
TRAI জানিয়েছে ভারতের টেলিকম বাজারে Vodafone Idea মোট 33.36 শতাংশ দখল করে রয়েছে। Jio ও Airtel যথাক্রমে 27.80 শতাংশ ও 27.58 শতাংশ দখল করে রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন