প্রিপেড গ্রাহকদের জন্য নতুন অ্যাড-অন প্যাক লঞ্চ করল Jio। এর ফলে যে কোন প্যাকে গ্রাহকরা প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। MyJio অ্যাপ থেকে নির্বাচিত কিছু গ্রাহকের জন্য এই অ্যাড-অন পরিষেবা চালু করেছে Jio। যে সব প্যাকে কোন ডাটা ও SMS এর সুবিধা পাওয়া যায় না সেই প্যাকে এই অ্যাড-অন কাজ করবে না। 31 জুলাই পর্যন্ত এই অফার কাজ করবে বলে Jio-র তরফ থেকে Gadget 360 কে এই খবর জানানো হয়েছে।
এই ডিজিটাল প্যাক অ্যাকটিভ থাকলে 399 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3.5GB ডাটা পাবেন। সাধারনভাবে 399 টাকার প্যাকে প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যায়। যদিও এর ফলে প্ল্যানের ভ্যালিডিটিতে কোন পরিবর্তন আসবে না। তবে 31 জুলাই পর্যন্ত এই অফার কাজ করবে বলে গ্রাহকরা এই সুযোগ ব্যবহারের সময় পাবেন না। যদিও টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে 31 জুলাই নয় 2 আগস্ট পর্যন্ত এই অফার কাজ করবে।
এই মাসের শুরুতেই JioPhone মনসুন হাঙ্গামা অফার লঞ্চ করেছে Jio। গ্রাহক পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করে নতুন Jio Phone কিনে নিতে পারবেন। পুরনো যে ফিচার ফোনটি এক্সচেঞ্জ করবেন সেই ফোনটি সঠিকভাবে চলতে হবে। এছাড়াও পুরনো ফিচার ফোনের কোন যন্ত্রংশ হারিয়ে গেলে সেই ফোন এক্সচেঞ্জ করা যাবে না। 2015 সালের 1 জানুয়ারির পরে বিক্রি হওয়া ফোন এই অফারে এক্সচেঞ্জ করা যাবে। এই অফারে মাত্র 501 টাকায় নতুন Jio Phone কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন