Photo Credit: Jio.com
Jio Phone গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হল Jio। 49 টাকা ও 69 টাকা প্ল্যানে 14 দিন বৈধতা পাওয়া যাবে। দুটি প্ল্যানের সঙ্গেই ভয়েস কলিং, এসএমএস ও ডেটার সুবিধা পাওয়া যাবে। তবে শুধুমাত্র Jio Phone গ্রাহকরাই এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
69 টাকা প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা পাওয়া যাবে। ডেটার সীমা শেষ হলে স্পিড কমে হবে 64Kbps। এই প্ল্যানে সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 250 মিনিট টকটাইম। সঙ্গে 25 টা এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।
49 টাকা ও 69 টাকা প্ল্যানে Jio Phone গ্রাহকরা 14 দিন বৈধতা পাবেন
49 টাকা প্ল্যানে মোট 2GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানেও সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 250 মিনিট টকটাইম। সঙ্গে 25 টা এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।
লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio; কী সুবিধা মিলছে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
গত সপ্তাহে 2,121 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Jio। সব Jio গ্রাহক এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। 2,121 টাকা প্রিপেড প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে। সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও সব Jio নম্বরে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে রয়েছে সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন