মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নতুন চিপসেট লঞ্চ করল Qualcomm। নতুন এই Snapdragon 710 ইতিমধ্যেই বাজারে থাকা মিডরেঞ্জ চিপসেট Snapdragon 660 এর থেকে অনেকটাই শক্তিশালী। যদিও প্রিমিয়াম সেগমেন্টের লেটেস্ট চিপসেট Snapdragon 845 এর মতো পারফর্মেন্স দিতে পারবে না Snapdragon 710। এই লঞ্চের হাত ধরেই নিজেদের 700 সিরিজের প্রথম চিপসেট লঞ্চ করল Qualcomm।
গত ফেব্রুয়ারিতে মোবাইল কংগ্রেসে প্রথম এই সিরিজের ঘোষণা করেছিল Qualcomm। ইন্টারনেটে খবর অনুযায়ী Xiaomi তাদের আগামী মিডরেঞ্জ স্মার্টফোনগুলিতে ব্যাবহার করবে নতুন এই Snapdragon 710 চিপসেট। আগামী দুই তিন মাসের মধ্যেই মিডরেঞ্জ ফোনে এই চিপসেট জনপ্রিয় হবে বলেই আশা প্রকাশ করা হয়েছে কোম্পানির তরফে।
নতুন Snapdragon 710 এ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রসেসিং এর জন্য রয়েছে ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট। কোম্পানির তরফে জানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহারের ফলে এই চিপসেট বদলে দেবে গ্রাহকের রোজকার গেজেট ব্যাবহারের অভিজ্ঞতা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহারের জন্যই এই চিপসেটের ফোনগুলিতে পাওয়া যাবে আরও ভালো ক্যামেরা আউটপুট।
এখন বাজারে থাকা কোম্পানির মিডরেঞ্জ চিপসেট Snapdragon 660 এর থেকে প্রায় দুইগুন বেশি স্পিড থাকবে লেটেস্ট এই মিডরেঞ্জ চিপসেটে। এছাড়াও এই চিপসেট থাকবে আর্টিফিশিয়াল ইন্টিনিজেন্স প্রসেসিং এর জন্য আলাদা কোর। আর এই চিপসেটে ব্যাবহার হয়েছে Adreno ভিসুয়াল প্রসেসিং সাবসিস্টেম এবং Kyro CPU। Snapdragon 710 থাকবে X15 LTE মোডেম যার মাধ্যমে পাওয়া যাবে 800 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড। নেটওয়ার্ক সিগনাল উইক থাকলেও দারুন কাজ করবে এই মোডেম। এই প্রসেসারে আছে WiFi, Bluetooth 5 আর Qualcomm TrueWireless Stereo Plus টেকনোলজি।
4K ভিডিও প্লে ব্যাক সাপোর্ট করবে Qualcomm এর নতুন এই চিপসেট। Snapdragon 710 এ থাকবে HDR সাপোর্ট। এই ফিচার এতদিন শুধুমাত্র কোম্পানির প্রিমিয়াম 800 সিরিজের চিপসেটেই পাওয়া যেত।
Qualcomm জানিয়েছে নতুন Adreno 616 ব্যাবহারের কারনে 4K ভিডিও প্লে ব্যাক ও গেমিং এর সময় 40% ব্যাটারি বাঁচাবে এই চিপসেট। এছাড়াও 20% ব্যাটারি বাঁচবে ভিডিও স্ট্রিমিং এ। এর সাথেই Snapdragon 660 এর থেকে 20% বেশি পারফর্মেন্স পাওয়া যাবে নতুন Qualcomm Snapdragon 710 এ। লেটেস্ট Qualcomm Quick Charge 4+ টেকনোলজির মাধ্যমে মাত্র 15 মিনিটে 50% চার্জ হয়ে যাবে ফোনের ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন