Wear OS 5-এর সাথে সজ্জিত হয়ে উপস্থিত হয়েছে OnePlus Watch 3
OnePlus-কোম্পানি নিয়ে এসেছে একটি নতুন স্মার্টওয়াচ OnePlus Watch 3। স্মার্টওয়াচটি বিগত মঙ্গলবার লঞ্চ হয়েছে। OnePlus Watch 3-স্মার্টওয়াচটিতে শারীরিক অবস্থার পর্যবেক্ষনের ফিচার দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের শারীরিক অবস্থার লক্ষ্য রাখতে পারবে। এছাড়াও এটিতে মোবাইল পেমেন্টের সুবিধাও রয়েছে