Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত হয়ে আসতে পারে একদম নতুন OnePlus 13R
খুব শীঘ্রই OnePlus কোম্পানী আনতে চলেছে একটি নতুন হ্যান্ডসেট OnePlus 13R। এটি OnePlus 12R-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হতে চলেছে।কোম্পানি আসন্ন হ্যান্ডসেটটি সম্মন্ধে কিছু ঘোষণা করার আগেই,হ্যান্ডসেটটির কিছু মূল বৈশিষ্ট্য অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।যেমন জানা গিয়েছে, হ্যান্ডসেটটি প্রথম থেকেই Snapdragon 8 Gen 3 SoC চিপসেট নিয়ে আসবে।