1,299 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমাল Jio। এতদিন এই প্ল্যানের সঙ্গে 365 চিন বৈধতা পাওয়া যেত। এবার 1,299 টাকা রিচার্জে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়াও সম্প্রতি 2,121 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল মুম্বাইয়ের কোম্পানিটি
1,299 টাকা প্ল্যানের সঙ্গে থাকছে মোট 24GB ডেটা
1299 টাকা প্ল্যানে Jio নেটওয়ার্কের সব নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 12,000 মিনিট টকটাইম। সঙ্গে থাকছে মোট 24GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের সঙ্গে মোট 3,600 টা এসএমএস বিনামূল্যে ব্যবহার করা যাবে। এতদিন এই প্ল্যানের সঙ্গে 365 চিন বৈধতা পাওয়া যেত। এবার 1,299 টাকা রিচার্জে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
এছাড়াও চলতি সপ্তাহে 2,121 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। 2,121 টাকা প্রিপেড প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে। সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও সব Jio নম্বরে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে রয়েছে সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।
Jio Phone গ্রাহকদের জন্য একশো টাকার কমে এল দুটি নতুন প্রিপেড প্ল্যান
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই দুই প্রিপেড প্ল্যানের ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন