ভারতে দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। 558 টাকা ও 398 টাকার দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে কোম্পানিটি। 558 টাকা প্ল্যানে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। অন্যদিকে 398 টাকা প্ল্যানেও দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র মধ্যপ্রদেশ সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকরা 558 টাকা প্ল্যানের সুবিধা পাবেন। অন্যদিকে মুম্বাই ও মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকদের জন্য সামনে এসেছে 398 টাকা প্ল্যান। এছাড়াও কোম্পানির সবথেকে সস্তা প্ল্যান 19 টাকা রিচার্জে পরিবর্তন এনেছে Vodafone।
558 টাকা Vodafone প্রিপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। সঙ্গে রোজ 3GB ডেটা ও দিনে 100 টা এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। এই প্ল্যানের গ্রাহকরা 499 টাকা দামের এক বছরের Vodafone Play সাবস্ক্রিপশন ও 999 টাকা দামের এক বছরের Zee5 সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। আপাতত শুধুমাত্র মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
398 টাকা প্রিপেড প্ল্যানেও দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুযোগ। যদিও 398 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। মুম্বাই ও মধ্যপ্রদেশ সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
এছাড়াও 19 টাকা প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দিচ্ছে Vodafone। শুরুতে এই প্ল্যানে 150MB ডেটা পাওয়া যেত। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 19 টাকা প্রিপেড রিচার্জে 200MB ডেটা পাওয়া যাবে। সাথে যে কোন নম্বরে আনলিমিটেড কল করা যাবে। 19 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন। মুম্বাই, মধ্যপ্রদেশ ও হরিয়ানা সার্কেলের গ্রাহকরা 19 টাকা প্ল্যানের এই সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন:
জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?
নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে! যুগান্তকারী ফিচার নিয়ে এল Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন