500 কোটি ডাউনলোডের গণ্ডি ছাড়িয়ে গেল WhatsApp। এর আগে Google ছাড়া অন্য কোন কোম্পানির অ্যাপ মোট ডাউনলোডের এই বিশাল সংখ্যা ছুঁতে পারেনি। এই মুহূর্তে 160 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন।
দক্ষিণ কোরিয়ায় WhatsApp-এর জনপ্রিয়তা হুহু করে বাড়ছে
500 কোটি ডাউনলোডের গণ্ডি ছাড়িয়ে গেল WhatsApp। এর আগে Google ছাড়া অন্য কোন কোম্পানির অ্যাপ মোট ডাউনলোডের এই বিশাল সংখ্যা ছুঁতে পারেনি। গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। দুই একটি দেশ বাদ দিলে প্রায় সব দেশের মানুষ প্রিয়জনের সাথে যোগাযোগের জন্য WhatsApp ব্যবহার করেন।
সম্প্রতি Statista তে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই মুহূর্তে 160 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। অ্যাকটিভ ইউজারের নিরিখে দুই নম্বরে রয়েছে Facebook Messenger। বিশ্বব্যাপী 130 কোটি গ্রাহক নিয়মিত Facebook Messenger ব্যবহার করেন। 110 কোটি নিয়মিত গ্রাহক সহ এই তালিকায় তিন নম্বরে রয়েছে WeChat। এর পরে চার ) পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে Facebook ও YouTube।
সাম্প্রতিককালে Google Play Store থেকে WhatsApp এর গ্রাহক সবথেকে বেশি বেড়েছে দক্ষিণ কোরিয়া থেকে। 2019 সালে পূর্ব এশিয়ার এই দেশ থেকে WhatsApp ডাউনলোড 56 শতাংশ বেড়েছে।
এছাড়াও গত পাঁচ পছরে এই প্রথম Facebook কে সেরা মোবাইল প্রকাশকের শিরোপা থেকে বঞ্চিত করেছে Google। যদিও মোট ডাউনলোডের নিরিখে এখনও Facebook -এর পিছনে রয়েছে Google।
বিগত 12 মাসে 230 কোটি বার Google অ্যাপ ডাউনলোড হয়েছে। একই সময়ে 300 কোটি বার ডাউনলোড হয়েছে Facebook অ্যাপ।
বিশ্বব্যাপী সবথেকে ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় প্রথম পাঁচে Facebook-এর চারটি অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলি হল WhatsApp, Facebook, Instagram ও Messenger।
2019 সালে মোট ডাউনলোডের নিরিখে দুই নম্বরে রয়েছে ByteDance-এর ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation
Spider-Like Scar on Jupiter’s Moon Europa Could Indicate Subsurface Salty Water
Wake Up Dead Man: A Knives Out Mystery Now Streaming on Netflix: Everything You Need to Know