হেলথ চিপ তৈরীর জন্য নতুন দল তৈরী করছে Apple। নতুন এই চিপ থেকে যে কোন ডিভাই থেকে বায়োমেট্রিক ডাটা পেয়ে যাবে কোম্পানি। এই কাজের জন্য নতুন কর্মী নিয়োগ শুরু করেছে Apple।
মঙ্গলবার CNBC-তে এক রিপোর্টে জানানো হয়েছে “একটি কাস্টোম প্রসেসারের মাধ্যমে স্বাস্থ্যের সব সথ্য ডিভাইসের মধ্যেই প্রসেস করবে Apple। কর্মী নিয়োগের বিজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে।”
আপাতত শুধুমাত্র iPhone-এর জন্য নিজস্ব চিপ তৈরী করে Apple। 2020 সালে Mac কম্পিউটারের জন্যেও নিজস্ব চিপ তৈরী শুরু করবে Apple।
“10 জুলাই একটি চাকরির আবেদনে কোম্পানির হেলথ সেন্সিং হার্ডওয়্যার টিমের তরফ থেকে বলে হয়েছে: আমরা সেন্সার ASIC আর্কিটেক্টের খোঁজ করছি। ভবিষ্যতের Apple প্রোডাক্টে নতুন সেন্সার বানানোর কাজ করতে হবে। অ্যানালগ ও ডিজিটাল ASIC দুই ধরনের কাজের সুযোগ রয়েছে আমাদের কাছে।” বলে জানানো হয়েছে রিপোর্টে।
যদিও এই সেন্সার দিয়ে কী মাপা হবে সেই বিষয়ে পরিস্কার করে কিছু জানানো হয়নি। তবে নিঃসন্দেহে শরীর থেকে কিছু মাপা হবে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আগ্রহ দেখাতে শুরু করেছে Apple। এই কারনেই সাম্প্রতিক Apple Watch ডিভাইসে একাধিক নতুন সেন্সার ব্যবহার করা হয়েছে।
জনপ্রিয় iPhone-এও একাধিক স্বাস্থ্য পরিষেবা ফিচার রয়েছে। শরীরের একাধিক অঙ্গের বিস্তারিত বিবরন দিতে পারে কোম্পানির জনপ্রিয় স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন