বিশ্বব্যাপী 10 লক্ষ Fitbit Versa বিক্রি হয়েছে। এমনটাই জানালো গ্লোবাল ওয়াবেরেল কোম্পানি Fitbit। এই বছরের শুরুতেই Fitbit Versa লঞ্চ হয়েছিল। এপ্রিল মাস থেকে 19,999 টাকায় এই স্মার্টওয়াচটি কেনা যাচ্ছে।
Fitbit Versa এর প্রধান সেলিং পয়েন্ট এই স্মার্টওয়াচেল লম্বা ব্যাটারি লাইফ। এছাড়াও মেয়েদের হেলথ ট্র্যাকিং এর জন্য একটি আলাদাফিচার রয়েছে এই ঘড়িতে।
“একাধিক নতুন ফিচারের সাথে নতুন Fitbit Versa লঞ্চ কিরে আমরা গ্রাহকদের কাছে আমাদের কথা রাখতে পেরেছি।” বলে জানিয়েছেন কোম্পানির সিইও জেমস পার্ক।
“নতুন ফিমেল হেলথ ট্র্যাকিং ফিচারে এক যায়গায় সগ স্বাস্থ্যের তথ্য পাবেন গ্রাহকরা। এটি এই মুহুর্তে বিশ্বে সবথেকে নিখুঁত সাইকেল ট্র্যাকিং টুল।” বলে জানিয়েছে পার্ক।
Android ও iOS ডিভাইসে এই ডিভাইসের সাহায্যে মেয়েরা তাদের সাইকেলের সব তথ্য পাবেন এই স্মার্টওয়াচ থেকে।
ব্ল্যাক, গ্রে, ও পিচ কালারে পাওয়া যায় নতুন Fitbit Versa ডিভাইসটি। এছাড়াও এই ডিভাইসের একটি স্পেশাল এডিশান পাওয়া যায়। স্পেশান এডিশান Fitbit Versa এর দাম 21,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন