চলতি সপ্তাহে ভারতে নতুন স্মার্টহোম ডিভাইস আনছে Xiaomi। শুক্রবার লঞ্চ হবে Mi Robot Vacuum। আজ টুইটারে এই প্রোডাক্টের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। 2016 সালে প্রথম চিনে রোবট ভ্যাকিউম ক্লিনার নিয়ে এসেছিল কোম্পানিটি। সেই প্রোডাক্টে কিছু আপডেট করে ভারতে আসছে Xiaomi-র ক্লিনিং রোবট।
রোবট ভ্যাকিউম ক্লিনার লঞ্চের ঘোষণা করলেও টিজারে নতুন প্রোডাক্টের মডেল নম্বর জানায়নি Xiaomi। 13 সেকেন্ডের একটি ভিডিওতে রোবট ভ্যাকিউম ক্লিনারের প্রথম ঝলক সামনে এসেছে।
How many times do you clean your house every day? What if you could do it, without actually doing it yourself?#SmartCleaning solution for your smart home launching tomorrow.
— Mi India (@XiaomiIndia) April 16, 2020
Any guesses, Mi fans? pic.twitter.com/w1y6dU22xb
গত বছর চিনে রোবট ভ্যাকিউমের লেটেস্ট মডেল লঞ্চ করেছিল Xiaomi। চিনে এই প্রোডাক্টের দাম 1,799 ইউয়ান (প্রায় 19,500 টাকা)। সব ঠিক থাকলে আগামীকাল এই মডেল ভারতে আসতে পারে। ঘর ঝাঁট দিয়ে মুছতে পারবে এই রোবট। থাকছে সুইপিং ও মপিং মোড। 2,100Pa সাকশানের একটি মোটর থাকছে।
কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা? জানিয়ে দিল কেন্দ্র
এই রোবট ভ্যাকিউম ক্লিনারে থাকছে লেসার ডিটেক্ট সিস্টেম। যা ব্যবহার করে ঘরে কোথা কি আছে বুঝে নিতে পারে এই রোবট। Mi Home অ্যাপের সঙ্গে কানেক্ট করে স্মার্টফোন থেকেই এই রোবট নিয়ন্ত্রণ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন