সম্প্রতি নতুন 65 ইঞ্চি স্মার্টটিভি নিয়ে এসেছে Xiaomi। Mi TV 4S 65 ইঞ্চি মডেলে থাকছে 4K HDR 10+ সাপোর্ট। এছাড়াও DTS-HD ও Dolby Audio সাপোর্ট থাকছে। এই টিভিতে Android 9 TV অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 2GB RAM ও 16GB স্টোরেজ। আপাতত ইউরোপের কয়েকটি দেশে এই স্মার্টটিভি বিক্রি করবে চিনের কোম্পানিটি।
Mi TV 4S 65 ইঞ্চির দাম 549 ইউরো (প্রায় 45,900 টাকা)। জুন মাসে ইউরোপের একাধিক দেশে এই টিভি বিক্রি শুরু হবে।
Mi TV 4S 65 ইঞ্চি মডেলে Android 9.0 TV অপারেটিং সিস্টেম চলবে। এই টিভিতে থাকছে IPS ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 4K রেসোলিউশন ও HDR 10+ সাপোর্ট। থাকছে 2GB RAM ও 16GB স্টোরেজ। Amazon Prime Video, Netflix, YouTube সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। Google Play সাপোর্ট থাকছে।
শীঘ্রই ভারতে আসছে Realme-র প্রথম স্মার্টওয়াচ
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
নতুন টিভিতে থাকছে তিনটি HDMI পোর্ট, তিনটি USB পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই ও ব্লুটুথ সাপোর্ট। থাকছে বিল্ট-ইন Chromecast সাপোর্ট ও ভয়েস ইনপুট রিমোট কন্ট্রোল। অ্যালুমিনিয়াম ফ্রেমের এই টিভিতে থাকছে কার্বোন ফাইবার ব্যাক প্যানেল। এই টিভির সঙ্গে থাকছে দুটি 10W স্পিকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন