অবশেষে স্মার্টওয়াচের দুনিয়ায় প্রবেশ করল Xiaomi। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে নতুন Mi Watch। মঙ্গলবার একই ইভেন্ট থেকে লঞ্চ হয়েছে 108MP ক্যামেরার Mi CC9 Pro আর Mi TV 5 সিরিজ। Mi Watch এ থাকছে একটি 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। নতুন এই স্মার্টওয়াচের ডিজাইন অনেকটা Apple Watch এর মতো। 44 মিমি ডায়ালে পাওয়া যাবে নতুন Mi Watch। অ্যালুমিনিয়াম ফ্রেমের এই স্মার্টওয়াচে থাকছে ম্যাট ব্ল্যাক ফিনিশ। রাবার স্ট্র্যাপে পাওয়া যাবে Mi Watch। এছাড়াও স্টেনলেস স্টিল স্ট্র্যাপে ও ফ্রেমে Mi Watch এর একটি প্রিমিয়াম ভেরিয়েন্ট লঞ্চ করেছে Xiaomi।
চিনে Mi Watch এর দাম 1,299 ইউয়ান (প্রায় 13,000 টাকা)। প্রিমিয়াম ভেরিয়েন্টে Mi Watch কিনতে 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা) খরচ হবে। 11 নভেম্বর থেকে চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে। চিনের বাইরে কমে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানায়নি Xiaomi।
Mi Watch এ থাকছে 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। স্মার্টওয়াচের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। ই-সিম এর মাধ্যমে থাকছে ডুয়াল সিম কানেক্টিভিটি। এছাড়াও থাকছে WiFi, Bluetooth, NFC। Mi Watch এ একটি 570 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi। কোম্পানির দামি এক চার্জে 36 ঘণ্টা চলবে নতুন Mi Watch।
Mi Watch এ চলবে MIUI স্কিন। স্মার্টওয়াচের জন্য বিশেষ MIUI স্কিন ডিজাইন করেছে Xaiomi। যা স্মার্টফোনের MIUI এর থেকে আলাদা। Mi Watch এ Google Wear OS এর উপরে MIUI স্কিন চলবে। এই স্মার্টওয়াচে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা যাবে। থাকছে ডার্ক মোড। এছাড়াও থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?
চোখ ধাঁধানো ডিসপ্লে সহ দুটি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন