অনেকদিন ধরেই WhatsApp Payment শুরু হওয়ার কথা থাকলেও এখনও তা সব গ্রাহকের ফোনে পৌঁছায়নি। ন্যাশনাল পেমেন্টস এই অবস্থায় কর্পোরেশন অফ ইন্ডিয়ার সম্মতির অপেক্ষায় রয়েছে মার্কিন কোম্পানিটি। পেমেন্ট সার্ভিস ছাড়াও ঋণদান শুরু করতে পারে WhatsApp। সম্প্রতি ভারতে এসেছে ‘Amazon Pay Later'। জনপ্রিয় ই-কমার্স কোম্পানিকে ঋণদান ব্যবসায় কড়া প্রতিযোগিতার সম্মুখীন করবে বিশ্বের এক নম্বর মেসেজিং প্ল্যাটফর্ম।
সম্প্রতি কর্পোরেট বিষয়ক মন্ত্রককে WhatsApp এর তরফ থেকে জানানো হয়েছে পেমেন্ট পরিষেবার সঙ্গেই ধার দিতে আগ্রহী কোম্পানি। যদিও কীভাবে ধার দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি। কেনাকাটা ছাড়াও গ্রামীণ ভারতে ক্ষুদ্র ঋণ দিতে আগ্রহী মার্কিন কোম্পানিটি। পেমেন্ট সার্ভিস লঞ্চের পরেই ঋণদান পরিষেবা নিয়ে আসবে WhatsApp। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে দেশে ঋণের চাহিদা বাড়রে পারে। সেই সুযোগেই নতুন ব্যবসার পালে হাওয়া লাগাতে চাইছেন মার্ক জাকারবার্গ।
গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। ফলে ভুয়ো খবর ছড়াতে স্প্যামারদের খুব পছন্দের অ্যাপ এটা। সম্প্রতি ভুয়ো খবর ছড়ানো কমাতে একের পর এক ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। বিশেষ করে করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার পরে ভুয়ো খবরের সংখ্যা হুহু করে বাড়ছিল। তাই মেসেজ ফরওয়ার্ড করার সময় বিধিনিষেধ আরোপ করেছিল WhatsApp। কয়েক দিনের মধ্যেই হাতেনাতে ফল পাওয়া গিয়েছে। সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ভুয়ো খবর ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।
আরও সহজ অনলাইন শপিং! দ্রুত ঋণ দেবে Amazon Pay Later
এপ্রিলে বেশি পরিমাণে ফরওয়ার্ড হওয়া মেসেজ শেয়ার করায় কড়া নিয়ম নিয়ে এসেছিল WhastApp। ইতিমধ্যেই যে মেসেজগুলি পাঁচবার অথবা তার বেশি সংখ্যায় শেয়ার হয়েছে সেই সব মেসেজ একবারে এক জনের সঙ্গে শেয়ার করা যাবে। যদিও এই মেসেজের লেখা ও ছবি দিয়ে নতুন পোস্ট তৈরি করে এখনও একসঙ্গে বহু গ্রাহককে তা পাঠানো সম্ভব। যদিও কোম্পানির দাবি নতুন নিয়মে ভুয়ো মেসেজ ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন