প্রথম ধাপে ভারতের 1 কোটি গ্রাহকের ইন্সট্যান্ট মেসেজের মধ্যেই পেমেন্ট সার্ভিস শুরু করবে WhatsApp। অনেক দিন অপেক্ষার পরে বৃহস্পতিবার WhatsApp Pay-র ছাড়পত্র পেয়েছে Facebook।
অনেক দিন ধরেই ভারতে পেমেন্ট সার্ভিস লঞ্চের পরিকল্পনা করছে WhatsApp। সম্প্রতি কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন শীঘ্রই ভারতে এই পরিষেবা শুরু হবে।
2018 সাল থেকে কয়েক লক্ষ বিটা গ্রাহক WhatsApp পেমেন্ট ব্যবহার শুরু করেছেন। কিন্তু স্টেবেল ভার্সানে এই সার্ভিস লঞ্চ হতে অনেকটা দেরি হয়েছে। কেন্দ্রের একাধিক আইন মেনে WhatsApp কে পেমেন্ট সার্ভিস লঞ্চ করতে হবে।