প্রথম ধাপে ভারতের 1 কোটি গ্রাহকের ইন্সট্যান্ট মেসেজের মধ্যেই পেমেন্ট সার্ভিস শুরু করবে WhatsApp। অনেক দিন অপেক্ষার পরে বৃহস্পতিবার WhatsApp Pay-র ছাড়পত্র পেয়েছে Facebook।
ভারতে 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন
অনেক দিন ধরেই ভারতেই বিটা গ্রাহকরা WhatsApp Pay ব্যবহার করছেন। যদিও স্টেবেল আপডেটে এই পেমেন্ট সার্ভিস পৌঁছয়নি। সম্প্রতি ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশনের (NPCI) ছাড়পত্র পেয়েছে কোম্পানিটি। এবার ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে শীঘ্রই নতুন পেমেন্ট সার্ভিস নিয়ে আসতে পারে WhatsApp। সঠিক ছাড়পত্রের অভাবে অনেক ধিন ধরেই বাধার পর অবশেষে ভারতে কোম্পানির নিজস্ব পেমেন্ট সার্ভিস নিয়ে আসতে পারে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস।
প্রথম ধাপে ভারতের 1 কোটি গ্রাহকের ইন্সট্যান্ট মেসেজের মধ্যেই পেমেন্ট সার্ভিস শুরু করবে WhatsApp। অনেক দিন অপেক্ষার পরে বৃহস্পতিবার WhatsApp Pay-র ছাড়পত্র পেয়েছে Facebook।
WhatsApp ডার্ক মোডে যোগ হল নতুন ফিচার
এক ইংরাজি দৈনিকে এই বিষয়ে অবগত এক ব্যাক্তি জানিয়েছেন, “বাকি সব ছাড়পত্র মিললেই পুরদমে পেমেন্ট পরিষেবা শুরু করে দেবে WhatApp।”
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ভারতে মোট 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। পেমেন্ট পরিষেবা লঞ্চের পর সরাসরি এই বিশাল সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে Google Pay, PhonePe -র মতো প্রতিযোগীদের চাপে ফেলে দেবে WhatsApp।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November