ভারতে কুড়ি কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। এই বিশাল পরিমাণ গ্রাহকের পেমেন্ট এর তথ্য দেশের মধ্যেই রাখতে হবে মার্কিন কোম্পানিকে।
ভারতে পেমেন্ট সার্ভিস শুরু করতে চায় মার্কিন মেসেজিং কোম্পানি WhatsApp। রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র পেলেই শুরু হবে WhatsApp Pay সার্ভিস। তবে ভারতবাসীর পেমেন্টের তথ্য WhatsApp কোথায় স্টোর করবে সেই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ককে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মেনে পেমেন্ট সার্ভিস লঞ্চের অভিযোগ উঠেছিল WhatsApp এর বিরুদ্ধে। এরপর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পড়ায়।
আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর
ভারতে কুড়ি কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। এই বিশাল পরিমাণ গ্রাহকের পেমেন্ট এর তথ্য দেশের মধ্যেই রাখতে হবে মার্কিন কোম্পানিকে।
14 জানুয়ারি হাইকোর্টে আবেদনকারীর উপস্থিতিতে অ্যাডভোকেট ভিরাগ গুপ্তকে একটি রিজার্ভ ব্যাংক গঠনের আবেদনপত্র দাখিল করার অনুমতি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: PUBG Mobile নিষিদ্ধ করার আবেদন জানিয়ে আদালতে গেল 11 বছরের বালক
কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতাও আদালতকে বলেন, তথ্য স্থানীয়করণের বিষয়ে ইস্যুতে ভারতীয় রিজার্ভ ব্যাংককে একটি দল গঠনের প্রয়োজন ছিল।
এই পিটিশনে, WhatsApp ভারতীয় রিজার্ভ ব্যাংকের সব নিয়ম না মানলে পেমেন্ট সার্ভিস আটকে দেওয়া আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?
প্রসঙ্গত অনেকদিন ধরেই WhatsApp পেমেন্ট সার্ভিস WhatsApp Pay লঞ্চের কথা চলছে। তবে আইনি ফাঁদে আটকে WhatsApp Pay লঞ্চ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ এই পরিষেবা লঞ্চ নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে WhatsApp।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters