এক বছরের বেশি সময় WhatsApp চ্যাট ব্যাক অ্যাপ না নিলে আগের ব্যাক আপ ডিলিট হয়ে যাবে। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস।
গত অগাস্ট মাসে এক চুক্তিতে Google Drive এ ব্যাক আপ রাখার কথা জানিয়েছিল WhatsApp। WhatsApp চ্যাটের ব্যাক অ্যাপ নেওয়া থাকলে খুব সহজেই এক ফোনের ব্যাক আপ অন্য ফোনে পৌঁছে যাবে।
12 নভেম্বর এক বিবৃতিতে WhatsApp জানিয়েছে এক বছরের বেশি সময় যে সব অ্যাকাউন্টের ব্যাক আপ আপডেট হয়নি Google Drive থেকে সেই অ্যাকাউন্টের ব্যাক আপ ডিলিট করে দেওয়া হবে। একটি ব্যাক্তিগত Google Drive অ্যাকাউন্টে WhatsApp গ্রাহকরা চ্যাটের ব্যাক আপ নিতে পারেন।
Android ফোন থেকে Menu> Settings> Chats> Chat Backup এ গিয়ে WhatsApp চ্যাটের ব্যাক আপ নেওয়া সম্ভব। এখান থেকে অটোমেটিক ব্যাক আপ সেট করে রাখতে পারবেন। অটোমেটিক ব্যাক আপ সেট করে রাখলে প্রতিদিন বা সপ্তাহে বা মাসে নির্দিষ্ট সময়ে ব্যাকগ্রাউন্ডে সব চ্যাটের ব্যাক আপ থেকে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন