অবশেষে ভারতে eBay বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল Flipkart। প্রসঙ্গত 2017 সালের এপ্রিল মাসে ভারতে eBay কে কিনেছিল Flipkart। আপাতত ভারতে গ্রাহকদের কাছ থেকে কোন অর্ডার নিচ্ছে না eBay। কোন গ্রাহক 30 আগস্ট পর্যন্ত eBay গ্যারান্টি টাকা ফেরৎ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ 30 আগস্টের পরে গ্রাহকরা eBay থেকে কেনা জিনিসের টাকা ফেরৎ চাইতে পারবেন না। অন্যদিকে পুরনো জিনিস বিক্রির জন্য নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করতে চলেছে Flipkart।
ওয়েবসাইটে জানানো হয়েছে 14 আগস্ট 2018 থেকে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে eBay। তবে ইতিমধ্যেই আপনি কোন অর্ডার করে থাকলে সেই অর্ডার eBay গ্যারান্টির অধীনে থাকবে। ফলে চিন্তার কোন কারন নেই। তবে 30 আগস্টের মধ্যে eBay গ্যারান্টিতে টাকা ফেরতের আবেদন করতে হবে। আগে জানানো সময় আনুযায়ী এই টাকা ফেরৎ দেওয়া হবে।
একই সাথে জানানো হয়েছে যে সব eBay গ্রাহক Flipkart থেকে জিনিস কিনতে চান তাদের পৃথকভাবে Flipkart এ রেজিস্ট্রেশান করতে হবে। তবে আপাতত আপনার সব অর্ডারের ইতিহাস eBay অ্যাকাউন্টে থেকে যাবে।
ভারতের বাজার থেকে eBay চলে যাওয়ার সাথে সাথেই “নতুন শপিং অভিজ্ঞতা” র প্রতিশ্রুতি দিতে শুরু করেছে Flipkart। ইতিমধ্যেই Flipkart সিইও কল্যান কৃষ্ণমূর্তি কোম্পানির কর্মীদের ইমেলের মাধ্যমে পুরনো জিনিস বিক্রির নতুন এক প্ল্যাটফর্ম লঞ্চের কথা জানিয়েছেন।
গত বছর এপ্রিল মাসে ভারতে eBay অধিগ্রহন করেছিল Flipkart। 1.4 বিলিয়ান মার্কিন ডলার এই অধিগ্রহন সম্পূর্ণ হয়। উল্লেখযোগ্যভাবে মার্কিন রিটেল জায়েন্ট Wallmart Flipkart অধিগ্রহনের কয়েক মাসের মধ্যেই eBay বন্ধ করার সিদ্ধান্ত নিল Flipkart। প্রসঙ্গত 16 বিলিয়ান মার্কিন অলারে Flipkart অধিগ্রহন করেছিল Wallmart।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন