ভারতকে বিদায় জানিয়ে অর্ডার নেওয়া বন্ধ করল eBay
14 আগস্ট 2018 থেকে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে eBay। তবে ইতিমধ্যেই আপনি কোন অর্ডার করে থাকলে সেই অর্ডার eBay গ্যারান্টির অধীনে থাকবে। ফলে চিন্তার কোন কারন নেই। তবে 30 আগস্টের মধ্যে eBay গ্যারান্টিতে টাকা ফেরতের আবেদন করতে হবে।