Flipkart Big Billion Days সেলে স্মার্টফোনে বাম্পার অফার পাওয়া যাচ্ছে
Photo Credit: Flipkart
পুজোর সাথে সাথেই সমাপ্তি ঘটবে Flipkart Big Billion Days সেলের। গত মঙ্গলবার সূচনা হয়েছিল ফ্লিপকার্টের ফেস্টিভ সেলের। তবে সেপ্টেম্বর 23 থেকে শপিং ইভেন্ট সর্বসাধারণের জন্য শুরু হলেও, ফ্লিপকার্ট ব্ল্যাক ও VIP গ্রাহকদের জন্য 24 ঘন্টা আগে ডিল এবং অফারের অ্যাক্সেস খুলে দিয়েছিল ই-কমার্স সংস্থাটি। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে মোবাইল, ফোন, ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) হেডফোন, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ, PC ল্যাপটপ, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ একাধিক বৈদ্যুতিন পণ্য ছাড়ে বিক্রি হচ্ছে। কিন্তু অফার শেষ হতে আর মাত্র কয়েকদিন। গ্রাহকরা ক্যাশব্যাক অফার, এক্সচেঞ্জ বোনাস, ক্রেডিট এবং ডেবিট কার্ড ছাড়ের সুবিধা নিতে পারছেন।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের জন্য চালু হওয়া ডেডিকেটেড মাইক্রোসাইটটি আপডেট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সেল অক্টোবর 2 অর্থাৎ দশমীর দিন শেষ হবে। এটি সেপ্টেম্বর 23 সকল ব্যবহারকারীর জন্য শুরু হয়েছিল এবং আজ এর ষষ্ঠ দিন। বিগ বিলিয়ন ডেজ সেলে অ্যাক্সিস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় পাচ্ছে।
ফ্লিপকার্ট জানিয়েছে, ক্রেতারা ক্রেডিট কার্ডের EMI লেনদেনে 1,500 টাকা পর্যন্ত ও ক্রেডিট কার্ডের বাইরে মাসিক কিস্তি নয় এমন লেনদেনে 1,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। সাশ্রয়ের সুযোগ আর চার দিন থাকবে। ফ্লিপকার্ট ব্ল্যাক গ্রাহকরা অক্টোবর 2 পর্যন্ত গ্রাহকরা গত বছরের iPhone 16 Pro-এর 128 জিবি স্টোরেজ ভার্সন 85,999 টাকায় কিনতে পারবে।
Flipkart Big Billion Days সেলে স্মার্টফোনে বাম্পার অফার
Photo Credit: Screenshot/ Flipkart
ICICI ব্যাংক বা Axis ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ক্রেতারা অতিরিক্ত 5,000 টাকা ছাড় পেতে পারেন। অন্য দিকে, iPhone 16 Pro Max মডেলটি 94,000 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে সমস্ত অফার ধরে আইফোনের মডেল দু'টি যথাক্রমে 39,999 টাকা এবং 51,999 টাকায় কেনা যাচ্ছে।
প্রসঙ্গত, Nothing Phone 3 ফ্লিপকার্টের সেলে অর্ধেক দামে কেনার সুযোগ পাবে কেবলমাত্র Phone (1) এবং Phone (2) ব্যবহারকারীরা। পুরোনো ফোন এক্সচেঞ্জ অফারের মাধ্যমে বদল করলে 40,000 টাকারও বেশি ছাড়ে Nothing Phone 3 পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল 2025-এর সেরা ডিল ছিল iPhone 16 Pro ও iPhone 16 Pro Max। সেলের প্রথম দিকে গ্রাহকরা সমস্ত অফার ধরে iPhone 16 Pro ও iPhone 16 Pro Max যথাক্রমে 69,999 টাকা ও 89,999 টাকায় কিনতে পারছিলেন। আইফোনের এই মডেল দু'টিতে ফ্ল্যাট ডিসকাউন্টের অঙ্ক ছিল যথাক্রমে 50,000 টাকা এবং প্রায় 55,000 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.