Flipkart Big Festive Dhamaka Sale 2025 আজ মধ্যরাত (অক্টোবর 4) থেকে শুরু হবে
Photo Credit: Flipkart
Flipkart Big Billion Days সেল শেষ হওয়ার রেশ না কাটতেই, এখন আরও একটি শপিং ইভেন্ট নিয়ে হাজির হয়েছে সংস্থা। ই-কমার্স ব্র্যান্ডটির আসন্ন উৎসব সেলের নাম Flipkart Big Festive Dhamaka Sale 2025। এটি আজ মধ্যরাত (অক্টোবর 4) থেকে শুরু হয়ে অক্টোবর 8 পর্যন্ত চলবে। বিগ বিলিয়ন ডেজের স্টাইলে ফ্লিপকার্ট বিগ ফেস্টিভ ধামাকা সেলেও একঝাঁক আকর্ষণীয় অফারের ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোনে থাকছে বিরাট ছাড়। Samsung Galaxy S24, Apple iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max, Google Pixel 9-এর মতো মডেলে ডিসকাউন্ট শুনলে অবাক হয়ে যাবে। HDFC ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।
iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার পর থেকেই iPhone 16 মডেলটির দাম হু হু করে কমছে। ফ্লিপকার্ট বিগ ফেস্টিভ ধামাকা সেলে স্মার্টফোনটির 128 জিবি ভেরিয়েন্ট বিক্রি হবে 56,999 টাকায়। যেখানে 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম 69,999 টাকা ছিল। আইফোনের এই মডেলে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, ডলবি ভিশন, IP68 জলরোধী রেটিং, A18 প্রসেসর, 48 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 3,561mAh ব্যাটারি আছে।
Flipkart Big Festive Dhamaka Sale চলাকালীন, Samsung Galaxy S24 পাওয়া যাবে 38,999 টাকায়। এটি 12 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম। এই ফোনে 6.2 ইঞ্চি ডাইনামিক LTPO AMOLED ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, Snapdragon 8 Gen 3 প্রসেসর, ও 4,000 এমএএইচ ব্যাটারি আছে।
ফ্লিপকার্টে সেলের ব্যানার থেকে জানা গিয়েছে, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max যথাক্রমে 85,000 টাকা এবং 1,04,999 টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলের প্রথম দিকে প্রো মডেলটি 74,999 টাকায় লিস্টেড ছিল। তবে ক্রেডিট কার্ডে 5,000 টাকা ডিসকাউন্ট থাকার কারণে 69,999 টাকায় কিনতে পেরেছেন অনেক ক্রেতা। iPhone 16 Pro Max-ও বিগ বিলিয়ন ডেজ সেলে সমস্ত অফার ধরে 89,999 টাকায় বিক্রি হয়েছে।
যারা গুগলের নিজস্ব ইকোসিস্টেমে যুক্ত হতে চান, তারা ফ্লিপকার্টের আসন্ন সেলে 56,999 টাকায় Pixel 9 কিনতে পারবেন। এটি 12 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম, যার লঞ্চ প্রাইস ছিল 79,999 টাকা। ফোনটিতে 6.3 ইঞ্চির 120 হার্টজ OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 4,700mAh ব্যাটারি, Tensor G4 প্রসেসর রয়েছে।
Oppo, Vivo, Realme-এর মতো ব্র্যান্ডের ফোনগুলিও ছাড় বিক্রি হবে। তবে মনে রাখবেন, উপরে উল্লিখিত দামগুলির মধ্যে ক্রেডিট ও ডেবিট কার্ডে ছাড়, এক্সচেঞ্জ বোনাস এবং ক্যাশব্যাক অফার ধরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.