ইন্টারনেটে সবার চোখের সামনে বিক্রি হচ্ছে 1.3 লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য। প্রায় 130 মিলিয়ন মার্কিন ডলার দামের এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে।
সম্প্রতি Group-IBA নামের এক ইন্টারনেট সুরক্ষা কোম্পানি ভারতীয় কার্ড-হোল্ডারদের এই তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর সামনে এনেছেন। “INDIA-MIX-NEW-01” শিরোনামে ইন্টারনেটে বিকচ্ছে এই তথ্য।
13 লক্ষ্য ক্রেডিট ও ডেবিট কার্ডের মধ্যে ভারতের বিভিন্ন ব্যাঙ্কের কার্ড রয়েছে। প্রত্যেক কার্ডের তথ্য কিনতে 100 মার্কিন ডলার খরচ করতে হবে। ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক ইতিহাসে এটাই ভারতের সবথেকে বড় কার্ড স্ক্যাম।
“বিভিন্ন এটিএম ও পিওএস থেকে এই বিপুল পরিমাণ কার্ডের তথ্য হাতানো হয়েছে বলে মনে করা হচ্ছে।” রিপোর্টে জানানো হয়েছে।
“কার্ডের তথ্যের সাথেয় থাকছে ট্র্যাক ২ ডেটা। যে কোন ডেবিট ও ক্রেডিট কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপে এই তথ্য থাকে।” রিপোর্টে জানানো হয়েছে।
দুষ্কৃতিরা এই ধরনের তথ্য কিনে একই ধরনের কার্ড তৈরি করে এটিএম থেকে টাকা তুলে নেয়।
Joker's Stash নামে এক গোষ্ঠী এই কার্ডের তথ্য বিক্রি করছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে 21 লক্ষ মার্কিন নাগরিকের কার্ডের তথ্য বিক্রি করেছিল এই গোষ্ঠী।
পরে অগাস্ট মাসে 53 লক্ষ কার্ডের তথ্য বিক্রি করেছিল Joker's Stash।
আরও পড়ুন:
কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিপ্লব! হাজার বছরের গণনা মুহূর্তে করছে Google
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন