বুধবার শুরু হয়েছে Amazon Great Indian Festival সেল। চতুর্থ দিনে পড়ল এই সেল। এক নজরে চতুর্থ দিনে Amazon Great Indian Festival সেলের সেরা অফারগুলিতে চোখ রাখা যাক।
Xiaomi জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 7 টায় এই সেলে মোট 25 লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে 20 লক্ষের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। এত কম সময়ে এর আগে কখনো এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি করেনি Xiaomi।
শুরু হয়েছে Amazon Great Indian Festival সেল। শুরুতে শুধুমাত্র প্রাইম গ্রাহকদের জন্য এই সেল চালু থাকলেও এখন সব Amazon গ্রাহক এই সেলে অংশ নিতে পারছেন। গ্রেট ইন্ডিয়ান ফেন্সটিভাল সেলে State Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।