বুধবার শুরু হয়েছে Amazon Great Indian Festival সেল। চতুর্থ দিনে পড়ল এই সেল। এক নজরে চতুর্থ দিনে Amazon Great Indian Festival সেলের সেরা অফারগুলিতে চোখ রাখা যাক।
সোমবার পর্যন্ত চলবে Amazon Great Indian Festival সেল
বুধবার শুরু হয়েছে Amazon Great Indian Festival সেল। চতুর্থ দিনে পড়ল এই সেল। শুরুতে কয়েক ঘন্টা শুধুমাত্র প্রাইম গ্রাহকদের জন্য এই সেল চালু থাকলেও পরে সব Amazon গ্রাহক এই সেলে অংশ নিতে পারছেন। গ্রেট ইন্ডিয়ান ফেন্সটিভাল সেলে State Bank ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এছাড়াও 6,000 টাকার বেশি কেনাকাটায় আরও 10 শতাংশ ছাড় দিচ্ছে Amazon। এক নজরে চতুর্থ দিনে Amazon Great Indian Festival সেলের সেরা অফারগুলিতে চোখ রাখা যাক।
আরও পড়ুন: চতুর্থ দিনে পড়ল Flipkart Big Billion Days সেল: এক নজরে বাছাই করা সেরা অফার
Whirlpool Purafresh W440 এয়ার পিউরিফায়ার
শীতকালে শহরে ঘরে এয়ার পিউরিফায়ার থাকা বাধ্যতামূলক হয়ে উঠছে। 31,500 টাকার Whirlpool Purafresh W440 এয়ার পিউরিফায়ার Amazon –এ মাত্র 13,500 টাকায় পাওয়া যাচ্ছে।
দাম - 13,500 টাকা (এম আর পি 31,500 টাকা)
Netgear AC3200 Nighthawk X6
মাল্টিপ্লেয়ার অনলাইন গেমিং এর জন্য আদর্শ এই রাউটার। Netgear AC3200 Nighthawk X6 এর দাম 21,999 টাকা হলেও মাত্র 8,999টাকায় পাওয়া যাচ্ছে এই গেমিং রাউটার।
দাম - 8,999 টাকা (এম আর পি 21,999 টাকা)
Acer Nitro 15.6 ইঞ্চি গেমিং ল্যাপটপ
92,199 টাকার এই গেমিং ল্যাপটপ মাত্র 74,990টাকায় পাওয়া যাচ্ছে। Acer Nitro 15.6 ইঞ্চি গেমিং ল্যাপটপের ভিতরে আছে লেটেস্ট Intel Core i7 প্রসেসার, 8GB RAM আর Nvidia GeForce GTX 1050 Ti গ্রাফিক্স কার্ড।
দাম - 74,990 টাকা (এম আর পি 92,199 টাকা)
Beyerdynamic Custom Street headphones
10,750 টাকার Beyerdynamic Custom Street headphones পাওয়া যাচ্ছে মাত্র 3,399 টাকায়। এই হেডফোনে দুই বছরের ওয়্যারিন্টি পাওয়া যাবে।
দাম - 3,399 টাকা (এম আর পি 10,750 টাকা)
HP 15.6 ইঞ্চি AMD Ryzen 3
32,917 টাকার HP 15.6 ইঞ্চি AMD Ryzen 3 ল্যাপটপ মাত্র 24,990 টাকায় পাওয়া যাচ্ছে। এই ল্যাপটপের ভিতরে রয়েছে AMD Ryzen 3 প্রসেসার আর 4GB RAM।
দাম - 24,990 টাকা (এম আর পি 32,917 টাকা)
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation