আয়কর দফতরের ইমেলের ছদ্মবেশে ম্যালওয়ার! জারি সতর্কতা

আয়কর দফতরের ইমেলের ছদ্মবেশে ম্যালওয়ার! জারি সতর্কতা

ম্যালওয়্যারের ফাঁদে পা দিলেই ব্যাঙ্কিং ও ক্রেডিট কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড চুরি হতে পারে

হাইলাইট
  • 12 সেপ্টেম্বর থেকে এই ম্যালওয়্যার দেখা গিয়েছে
  • ম্যালওয়্যার সহ দুটি আলাদা ইমেল দেখা গিয়েছে
  • প্রথম ইমেলে “.img” ফর্ম্যাটের ছবি রয়েছে, অন্যটিতে রয়েছে ".pif”
বিজ্ঞাপন

আয়কর দফতরের (Income Tax Department) পাঠানো ইমেলের ছদ্মবেশে এক কম্পিউটার ম্যালওয়ারের (computer malware) সন্ধান মিলেছে। এক যুক্তরাষ্ট্রীয় সাইবার সুরক্ষা এজেন্সি এই ব্যাপারে সতর্কতা জারি করেছে। ইন্ডিয়ান‌ কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন-এর (CERT-In) তরফে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, গত ১২ সেপ্টেম্বর থেকে ওই ম্যালওয়ার সক্রিয় হয়েছে। ব্যক্তিগত বা আর্থিক সংস্থাগুলিকে টার্গেট করেছে তারা। ভারতীয় আয়করের ইমেলের ছদ্মবেশে মেলগুলি পাঠা‌নো হচ্ছে। অসতর্ক হলেই সর্বনাশ। এক বর্ষীয়ান আয়কর আধিকারিক জানিয়েছেন, আয়করের ছদ্মবেশে প্রতারণার জাল বিস্তার করার কারণ সবাই আয়কর জমা দেওয়া, রিফান্ড বা অন্য সব ব্যাপারে সতর্ক থাকেন। আর ফাঁদে পা দিলেই ব্যক্তির ব্যাঙ্কিং ও ক্রেডিট কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে। 

তিনি বলেন, ‘‘এই সব ইমেলের ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা উচিত যেগুলি আয়কর রেকর্ড বা ব্যাঙ্কিং ইস্যু নিয়ে ফাঁদ পাতে। সরকার নানা সচেতনতা প্রচার চালায় করদাতাদের শিক্ষিত করতে।''

income

ইতিমধ্যেই আয়কর দপ্তরের ওয়েবসাইটে সতর্কবার্তা জারি হয়েছে

সিইআরটি হল এক জাতীয় সংস্থা যারা হ্যাকিং, প্রতারণা ও ইন্টারনেটের অন্যান্য সুরক্ষা-সংক্রান্ত বিষয়ে দেখভাল করে। এর মধ্যে অন্যতম হল সাইবার ক্রাইমের সেই ক্ষেত্র যেখানেও ই-ভাইরাসের মাধ্যমে কোনও ব্যক্তির ব্যাঙ্কিং ও ক্রেডিট কার্ডের তথ্য ও পাসওয়ার্ড চুরি হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। 

জানা গিয়েছে, দু'রকম ভাবে এই প্রতারক ইমেল পাঠানোা হচ্ছে। প্রথমত, যেখানে .img-এর এক্সটেনশন-এর অ্যাটাচমেন্ট পাঠানো হয়। এর মধ্যে .pif ফাইল থাকে। দ্বিতীয়ত মেলে .pif ফাইল পাঠিয়ে সেচি ডাউনলোড করতে বলা হয়  incometaxindia[.]info থেকে। 

তবে ওই ডোমেইন এখন বন্ধ করে দেওয়া হয়েছে। জা‌ল ইমেলগুলি খতিয়ে দেখে জানা গিয়েছে, ওই মেলগুলির সাবজেক্টে লেখা থাকে ‘‘ইম্পর্ট্যান্ট: ইনকম ট্যাক্স আউটস্ট্যান্ডিম স্টেটমেন্টস এওয়াই ২০১৭-২০১৮'', ‘‘ইনকম ট্যাক্স স্টেটমেন্ট এক্সএমএল প্যান‌ নম্বর.pif'', ‘‘ইনকম ট্যাক্স স্টেটমেন্ট XML.img'' ইত্যাদি। 

ওই এজেন্সির কাছ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলা হয়েছে অজানা সূত্র থেকে আসা ডকুমেন্ট না খোলা, সন্দেহজনক অ্যাটাচমেন্টস না খোলা। এছাড়া যোগাযোগের তালিকায় না ম রয়েছে, এমন ব্যক্তির থেকে পাঠানো মেলেও ক্লিক করবেন না, যাতে সন্দেহজনক ইউআরএল রয়েছে।

যদি ইউআরএল সঠিকও হয়, সেক্ষেত্রেও ইমেল বন্ধ করে সংস্থার ওয়েবসাইটে সরাসরি ব্রাউজ করে খোলাই বাঞ্ছনীয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Income tax

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অসাধারণ পাতলা প্রোফাইলের সাথে Samsung Galaxy S25 Edge
  2. টিজ করা হয়েছে Nothing কোম্পানির নতুন একটি হ্যান্ডসেটের ডিজাইন স্কেচ
  3. স্যামসাং কোম্পানী লঞ্চ করলো Galaxy S25-সিরিজের একটি নতুন হ্যান্ডসেট Samsung Galaxy S25 Ultra
  4. স্যামসাং-এর গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে উন্মোচিত করা হয়েছে কোম্পানির বেশ কয়েকটি নতুন ডিভাইস
  5. খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সম্বন্ধিত একটি নতুন ফিচার রোল আউট করা হবে
  6. ফাঁস হয়ে গেছে আসন্ন Redmi K90 Pro হ্যান্ডসেট সম্বন্ধিত কিছু বিবরণ
  7. iQOO কোম্পানীর পরবর্তী স্মার্টফোন হিসেবে আসতে পারে iQOO Neo 10R 5G, এক নতুন হ্যান্ডসেট
  8. নতুন নক্ষত্র তৈরি হওয়ার পথে এক অসাধারণ দৃশ্য দেখা গিয়েছে নক্ষত্রমণ্ডলে
  9. আগামী 22সে জানুয়ারি স্যামসাং অনুষ্ঠিত করতে চলেছে গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্ট
  10. ইনস্টাগ্রাম নিয়ে এলো তাদের তৈরি নতুন ভিডিও এডিটিং অ্যাপ “Edits”
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »