YouTube এ 10 কোটি সাবস্ক্রাইবার এর গন্ডি ছাড়াল T-Series। এই প্রথম কোন YuoTube চ্যানেলের সাবস্ক্রাইবার এর সংখ্যা 10 কোটি ছাড়াল। সম্প্রতি PewDiePie এর কাছ থেকে YouTube -এ সব থেকে বেশি সাবস্ক্রাইবাবের তকমা ছিনিয়ে নিয়েছিল ভারতের চ্যানেলটি। এবার 10 কোটি সাবস্ক্রাইবারের গন্ডি ছাড়াল T-Series।
Twitter এ 10 কোটি YouTube সাবস্ক্রাইবারের ঘোষনা করেছে T-Series। একই সাথে সব সাবস্ক্রাইবারকে পাশে থাকার জন্য ধন্য ম্বাদ জানিয়েছে মিউজিক লেবেল কোম্পানিটি। ইতিমধ্যেই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে মোট 7000 কোটির বেশি ভিউ হয়েছে বলে জানিয়েছে দিল্লির কোম্পানিটি।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বব্যাপী প্রথম 5 কোটি YouTube সাবস্ক্রাইবারের তকমা পেয়েছিল PewDiePie। এই প্রতিবেদন দেখার সময় PewDiePie এর মোট সাবস্ক্রাইবারের সংখ্যা 96,255,134।
1983 সালে গুলশন কুমার T-Series শুরু করেছিলেন। বলিউড সহ প্রায় সব ধরনের গান রিলিজ করে T-Series। 1983 সালে দিল্লিতে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। 2006 সালে বাবার মৃত্যুর পরে ভুষন কুমার কোম্পানির দায়িত্ব নেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন