YouTube সাবস্ক্রাইবারের নতুন রেকর্ড করল T-Series
YouTube এ 10 কোটি সাবস্ক্রাইবার এর গন্ডি ছাড়াল T-Series। এই প্রথম কোন YuoTube চ্যানেলের সাবস্ক্রাইবার এর সংখ্যা 10 কোটি ছাড়াল। সম্প্রতি PewDiePie এর কাছ থেকে YouTube -এ সব থেকে বেশি সাবস্ক্রাইবাবের তকমা ছিনিয়ে নিয়েছিল ভারতের চ্যানেলটি।