Amazon Great Republic Day Sale offers great deals on smartphones under Rs 10,000
Amazon Great Republic Day Sale 2026 আজ ক্রেতাদের জন্য শুরু হয়েছে। জানুয়ারি 26 ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। সেই উপলক্ষে সেলের আয়োজন। আপনি যদি কম দামে নিজের জন্য বা পরিবারের কাউকে দেওয়ার জন্য নতুন ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে এটাই সেরা সময়। কারণ Amazon এর মেগা সেলে 10,000 টাকার কম দামে 6,300mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ওয়াটার রেজিস্ট্যান্স-সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্সের স্মার্টফোনে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। আর Prime মেম্বার হলে 12.5 শতাংশ। আমরা এই প্রতিবেদনে 10,000 টাকা বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোনের তালিকা তুলে ধরলাম।
অ্যামাজনে Samsung Galaxy M06 5G এর লিস্টেড প্রাইস 12,499 টাকা। তবে গ্রেট রিপাবলিক ডে সেল উপলক্ষ্যে এটি 8,999 টাকায় বিক্রি হচ্ছে। মোবাইলটি এখান থেকে সস্তায় কিনে নিতে পারেন। এই ফোনে 12টি 5G ব্যান্ডের সাপোর্ট, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5,000mAh ব্যাটারি, ও 25W ফাস্ট চার্জিং আছে। অন্য দিকে, Galaxy M07 4G পাওয়া যাচ্ছে 7,499 টাকায়, যেখানে লিস্টিং প্রাইস 9,999 টাকা। এটি ছয়টি মেজর Android OS আপগ্রেড পাবে। ডিভাইসটি এখান থেকে কিনতে পারেন।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে iQOO Z10 Lite 5G পাওয়া যাচ্ছে 9,998 টাকায়। ফোনে 15W চার্জিং সাপোর্ট সহ 6,000 ব্যাটারি, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, ও 1,000 নিট পিক ব্রাইটনেস আছে।মোবাইলটি এখান থেকে সস্তায় কিনে নিতে পারেন।
Redmi A4 5G মডেলের MRP 10,999 টাকা। তবে এটি সেলে 8,299 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটিতে 5,160mAh ব্যাটারি ও 120 হার্টজ ডিসপ্লে আছে। ডিভাইসটি এখান থেকে কিনতে পারেন। Redmi A5 4G ফোনে সেগমেন্টের সবচেয়ে বড় 6.88 ইঞ্চি ডিসপ্লে ও 5,200mAh ব্যাটারি পাওয়া যায়। এটি 6,999 টাকায় বিক্রি হচ্ছে।ফোনটি এখানে ছাড়ে পাবেন।
Realme Narzo 80 Lite 4G মডেলে বাজেট ফোনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী 6,300mAh ব্যাটারি আছে। এটি 8,999 টাকার পরিবর্তে 7,898 টাকায় বিক্রি হচ্ছে। মোবাইলটি এখান থেকে সস্তায় কিনে নিতে পারেন।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে Poco C71 এর দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে প্রিমিয়াম স্প্লিট গ্রিড ডিজাইন ও ফ্ল্যাশি ক্যামেরা ডেকো আছে। ডিভাইসটি এখান থেকে কিনে নিতে পারেন। অন্য দিকে, Poco C75 5G পাওয়া যাচ্ছে 8,299 টাকায় (লিস্টিং প্রাইস 10,999 টাকা)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.