Amazon Great Republic Day সেলে Lenovo LOQ, Asus TUF, HP Victus গেমিং ল্যাপটপে 46,000 টাকা পর্যন্ত ছাড় থাকছে।
Photo Credit: Asus
Amazon Great Republic Day Sale brings massive discounts on gaming laptops from Asus, HP, Lenovo, and more
Amazon Great Republic Day Sale ভারতে শুরু হওয়ার পর ইতিমধ্যেই 72 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। অ্যামাজন দ্বারা আয়োজিত 2026 সালের প্রথম বড় সেলে সাধারণ ল্যাপটপের পাশাপাশি গেমিং ল্যাপটপ বড়সড় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত গ্রাফিক্স, কার্যকর কুলিং সিস্টেম, বেশি র্যাম, ও ফাস্ট SSD স্টোরেজ-সহ পাওয়ারফুল হার্ডওয়্যার যুক্ত ল্যাপটপ লিস্টিং প্রাইসের তুলনায় 46,000 টাকা সস্তায় কেনার সুযোগ মিলছে। লিস্টে রয়েছে Asus, MSI, HP, Lenovo, এবং Acer-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডদের নাম। চলুন দেখে নিই Amazon গেমিং ল্যাপটপের উপর কেমন ডিসকাউন্ট এবং ডিল অফার করছে।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড গ্রাহকদের 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। আবার Prime মেম্বারশিপ থাকলে 12.5 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও নির্দিষ্ট পণ্যে নো-কস্ট EMI অফার পাওয়া যাচ্ছে। প্রথম অপশনে একেবারে পুরো টাকা পরিশোধের চাপ কমবে। মাসে মাসে ভাগ করে পেমেন্ট করা যাবে।
এক্সচেঞ্জ অফারে পুরনো ল্যাপটপ জমা দিয়ে নতুন মডেলে অতিরিক্ত ছাড় মিলবে। এর ফলে মোটা অঙ্কের টাকা সাশ্রয় করা যাবে। অ্যামাজন রিপাবলিক ডে সেলে Asus TUF A15, MSI Thin A15, Acer Nitro V15, HP Victus, ও Lenovo LOQ গেমিং ল্যাপটপে দারুণ ডিল থাকছে।
| মডেল | দাম (MRP) | সেলের দাম | কেনার লিঙ্ক |
|---|---|---|---|
| MSI Thin A15 | 78,990 টাকা | 56,490 টাকা | এখানে কিনুন |
| Asus TUF A15 | 83,990 টাকা | 64,990 টাকা | এখানে কিনুন |
| Acer Nitro V15 | 98,799 টাকা | 74,900 টাকা | এখানে কিনুন |
| HP Victus | 1,24,319 টাকা | 99,990 টাকা | এখানে কিনুন |
| Lenovo LOQ | 1,62,090 টাকা | 1,15,990 টাকা | এখানে কিনুন |
উল্লেখ্য, সেলে লিস্টিং প্রাইসের থেকে প্রায় 46,000 টাকা সস্তায় বিক্রিত Lenovo LOQ ল্যাপটপে Intel Core i7 13th Gen প্রসেসর, Nvidia RTX 5060 গ্রাফিক্স (8 জিবি), হাইপার কুলিং চেম্বার, 125W TDP, 16 জিবি + 1 টিবি স্টোরেজ, Lenovo AI ইঞ্জিন+, ও Windows 11 OS রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset