Amazon Great Republic Day Sale 2026-এ 40,000 টাকার নিচে Ryzen 5 প্রসেসর চালিত ল্যাপটপ বিক্রি হচ্ছে।
Photo Credit: Amazon
Amazon Great Republic Day Sale offering HP, Dell, Asus, and Lenovo laptops at a discounted price
মেমোরি চিপের দাম বৃদ্ধির কারণে ল্যাপটপ কেনার খরচ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে PC এবং ল্যাপটপের দাম 10 শতাংশ পর্যন্ত বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এই আবহে স্বস্তির বার্তা শোনাচ্ছে Amazon Great Republic Day Sale 2026। ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অ্যামাজনের এই মেগা সেলে নামি দামি কোম্পানির ল্যাপটপে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তালিকায় রয়েছে Lenovo, HP, Acer, Asus, ও Dell-এর মতো ব্র্যান্ডের নাম। যদি আপনি 40,000 টাকার নিচে ভাল ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। Prime মেম্বারশিপ থাকলে 12.5 শতাংশ ছাড় পাওয়া যাবে। 40,000 টাকা বাজেটের মধ্যে বিক্রিত ল্যাপটপে ক্রেতারা Intel i3 13th জেনারেশন ও Ryzen 3 বা Ryzen 5 প্রসেসর পেয়ে যাচ্ছেন। এর সাথে বিনামূল্যে Microsoft Office, FHD LCD ডিসপ্লে, 16 জিবি পর্যন্ত র্যাম, এবং সর্বোচ্চ 512 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে।
এই দামের নিচে থাকা ল্যাপটপগুলি প্রধানত সাধারণ ও দৈনন্দিন কাজের জন্য উপযোগী। পড়াশোনা, অনলাইন ক্লাস, অফিসের কাজ, ডকুমেন্ট তৈরি, হালকা প্রোগ্রামিং, এবং ওয়েব ব্রাউজার ভিত্তিক কাজে কোনও সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। চলুন দেখে নিই সেলে 40,000 টাকার নিচে কেমন ল্যাপটপ বিক্রি হচ্ছে।
| মডেল | দাম (MRP) | ছাড়ের পর দাম | কেনার লিঙ্ক |
|---|---|---|---|
| Asus Vivobook Go 14 | 43,990 টাকা | 30,990 টাকা | এখানে কিনুন |
| Acer Aspire Lite | 52,990 টাকা | 35,990 টাকা | এখানে কিনুন |
| HP 15 | 52,721 টাকা | 37,990 টাকা | এখানে কিনুন |
| Lenovo IdeaPad Slim 3 | 53,790 টাকা | 38,490 টাকা | এখানে কিনুন |
| Lenovo V15 G4 | 99,999 টাকা | 38,999 টাকা | এখানে কিনুন |
| Dell 15 | 47,877 টাকা | 39,990 টাকা | এখানে কিনুন |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Pulls Out Artemis II Rocket to Launch Pad Ahead of Historic Moon Mission