সম্প্রতি Android 11 developer preview 3 (DP3) প্রকাশ করেছে Google। আপাতত Pixel সিরিজের বিভিন্ন ফোনে লেটেস্ট ডেভেলপার প্রিভিউ পৌঁছেছে। ইতিমধ্যেই ইন্টারনেটে এই ভার্সনের নতুন ফিচার নিয়ে লেখালেখি শুরু হয়েছে। চলতি বছরের শেষে Android 11 লঞ্চের সময় স্টেবল ভার্সনে এই ফিচারগুলি যোগ হতে পারে।
XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Android 11 DP3 আপডেটে রিসেন্ট অ্যাপে আগের থেকে বড় প্রিভিউ থাকবে। সেখানে স্ক্রিনশট ও শেয়ার বাটন যোগ হয়েছে।
আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp
স্ক্রিনশট নিলে যে পপ-আপ দেখা যায় সেখানে বদল করেছে Google। নতুন এই পপ-আপ iOS ডিজাইন থেকে অনুপ্রাণিত। স্ক্রিনশট নেওয়ার পরে ডিসপ্লের নীচে ছোট পপ-আপ দেখা যাবে। সেখানে শেয়ার ভো এডিট অপশন থাকবে।
বিগত কয়েকটি ভার্সনে অ্যাপ পারমিশনে উন্নতি করেছে Google। কয়েক মাস কোন অ্যাপ ব্যবহার না হলে Android 11 DP3-তে অ্যাপ পারমিশন নিজে থেকেই ফিরিয়ে নেওয়া হবে। এর ফলে গ্রাহকের বিভিন্ন অসুরক্ষিত অ্যাপ থেকে রক্ষা পাবে।
এছাড়াও Android 11 DP3-তে হটস্পট ও টেথারিং মেনুতে নতুন ইথারনেট টেথারিং অপশন যোগ হয়েছে। ইউএসবি-ইথারনেট কানেক্টর থেকে স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন কম্পিউটার ও রাউটারের মতো ডিভাইসে ব্যবহার করা যাবে।
এতদিন কিছু অ্যাপের নোটিফিকেশন কিছুতেই সরানো যেত তা। নতুন ডেভেলপার প্রিভিউতে অ্যানড্রয়েড গ্রাহকরা স্থায়ী নোটিফিকেশন সরাতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন