শুরু হয়ে গেল ফ্লিপকার্টের সুপার ভ্যালু উইক। এই অফারে আগামী 24 জুন পর্যন্ত একাধিক স্মার্টফোনে দারুন অফার দেবে ইকমার্স ওয়েবসাইটটি। এই সেলের অঙ্গ হিসাবে স্মার্টফোনে নো কস্ট EMI এর অপশান দিচ্ছে ফ্লিপকার্ট। এর সাথেই দিচ্ছে বাইব্যাক গ্যারান্টি, বিপুল ছাড়, আর ক্যাশব্যাক অফার। Google Pixel 2, iPhone 6, Moto X4 সহ অনেক জনপ্রিয় ফোনগুলিতে এই অফার পাওয়া যাচ্ছে। এর সাথেই HDFC ব্যাঙ্কের গ্রাহকরা নো কস্ট EMI এর সুযোগ পাবেন। ]
ফ্লিপকার্ট সুপার ভ্যালু উইক সেল
সুপার ভ্যালু উইক অফারে Pixel 2 (128GB) ফোনে বাইব্যাক গ্যারান্টি অফার দিচ্ছে ফ্লিপকার্ট। এই অফার পাওয়ার জন্য স্মার্টফোন কেনার সময় 199 টাকা দিয়ে দিয়ে বাইব্যাক গ্যারান্টি অফার কিনতে হবে। এই অফারে Pixel 2 ফোনে 9,001 টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এর ফলে মাত্র 60,999 টাকা দামে ফ্লিপকার্ট থেকে Pixel 2 ফোন কেনা যাবে। HDFC কার্ড হোল্ডাররা এর সাথেই আরও 8,000 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ মাত্র 52,999 টাকায় এই ফোন কেনা যাবে। এর সাথেই 6 থেকে 8 মাসের মধ্যে 42,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। এর ফোনের সাথে Pixel 2 XL ফোনে 64GB মডেলে 37,000 টাকা আর 128GB মডেলে 44,000 টাকা বাইক্যাক অফার দিচ্ছে ফ্লিপকার্ট।
একই রকম অফার পাওয়া যাচ্ছে Moto X4 ফোনে। এই সেলে মাত্র 6,999 টাকায় এই ফোন কেনা সম্ভব। এই ফোনের দাম 22,999 টাকা। এই ফোনের 199 টাকা দিয়ে ফ্লিপকার্ট বাইব্যাক গ্যারান্টি কিনতে হবে। এর ফলে এক্সচেঞ্জের সময় 16,000 টাকা দিয়ে আপনার ফোন কিনে নেবে ফ্লিপকার্ট। এছাড়াও Moto G6 Play, Moto Z2 Force ও Redmi Note 5 এ বাইব্যাক অফার পাওয়া যাচ্ছে।
বাইব্যাক গ্যারান্টির সাথেই কোম্পানি দিচ্ছে নো কস্ট EMI এর সুযোগ। মাসে মাত্র 299 টাকার কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ করে দিয়েছে ফ্লিপকার্ট। এছাড়াও 499, 999 ও 1,999 টাকার কিস্তিতেও স্মার্টফোন কেনা যাবে। HDFC ও Bajaj Finserv গ্রাহকরা এই নো কস্ট EMI ব্যবহার করতে পারবেন।
Samsung Galaxy On5, Redmi Note 4, Redmi Note 5, Lenovo K8 Plus, Moto G6 Play, Mi Max 2 সহ একাধিক স্মার্টফোনে ফ্লিপকার্টে নো কস্ট EMI এর সুযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও মাত্র 999 টাকার মাসিক কিস্তিতে নো কস্ট EMI দিয়ে iPhone 6 কেনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন