আপনার বাচ্চার কি স্মার্টফোনে নেশাগ্রস্ত? চিন্তা করবেন না,HMD এবং Xplora নিয়ে এসেছে সেই সমস্যার সমাধান

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 নভেম্বর 2024 11:20 IST
হাইলাইট
  • নতুন ফোনটির মনিকার বা লঞ্চের কোনো বিবরণ এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি
  • অনুমান করা হচ্ছে,এটি মার্চ মাসে MWC 2025-এর অনুষ্ঠানে উন্মোচন করা হবে
  • Xplora,হলো শিশুদের জন্য একটি নরওয়েজিয়ান ভিত্তিক স্মার্টওয়াচ প্রদানকা

HMD said it is working on "a suite of new solutions which serve as viable alternatives to smartphones"

Photo Credit: HMD

HMD ঘোষণা করেছে যে,তারা নরওয়েজিয়ান ভিত্তিক কোম্পানী Xplora-রার সাথে একটি সুপরিকল্পিত অংশীদারিতে আবদ্ধ হয়েছে,এটি বাচ্চাদের জন্য স্মার্টওয়াচ তৈরী করে।এই যৌথমিলনের লক্ষ্য হলো বর্তমান দিনের স্মার্টফোনের পরিবর্তে,বাচ্চাদের এবং কিশোরদের জন্য এক নতুন ধরনের ফোন তৈরীকরা। এই প্রকল্পটি,কোম্পানীর এই বছরের শুরু থেকে চলা একটি বিশ্বব্যাপী সমীক্ষার ফলাফল,যেখানে দেখা গিয়েছে পিতামাতারা যুবক যুবতীদের জন্য,একটি নেশাবিহীন উৎপাদনশীল, বুস্টিং ডিভাইসের প্রয়োজনবোধ করছেন। তবে,কোম্পানী এখনো পর্যন্ত ফোনটির মনিকার, সম্ভবত লঞ্চের সময়সীমা বা অন্যান্য কোনো তথ্য ঘোষণা করেনি।

HMD এবং Xplora-র সাথে যৌথমিলন :

HMD, 29অক্টোবর একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করেছে যে,তারা Xplora-এর সাথে যুক্ত হয়ে বাচ্চাদের এবং কিশোরদের জন্য একটি নতুন ফোন তৈরী করতে চলেছে।কোম্পানীর মূল লক্ষ্য হলো ব্যাবহারকারীদের জন্য দায়িত্বপূর্ণ এবং মনোযোগী ডিভাইস তৈরীকরা।

এই বছরের শুরুতে HMD ‘The Better Phone' প্রকল্পটি লঞ্চ করেছিল।বিশ্বজুড়ে 10,000 পিতামাতারা এই সমীক্ষায় সঙ্গ দিয়েছিল। অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী পিতামাতারা তাদের বাচ্চাদের তাড়াতাড়ি ফোন দেওয়ার ব্যাপারটি নিয়ে অনুসূচনা করছিল। পিতামাতাদের মতে এটি বাচ্চাদের পারিবারিক সময়,ঘুমের সাইকেল,শরীরচর্চার রুটিন এবং সমাজিকরণের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে।

HMD বলেছে যে,তাদেরএকটি নতুন সমাধানের স্যুট যা স্মার্টফোনের পরিবর্তিত কার্যকরী রূপ হয়ে কাজ করবে,সেটি তৈরির প্রক্রিয়ায় আছে।এটির মধ্যে শিশু এবং কিশোরদের জন্য স্মার্টফোনের বিকল্পটি আছে।
উল্লেখযোগ্যভাবে HMD-এর আগের HMD Skyline এবং HMD Fusion-হ্যান্ডসেটটিগুলির মধ্যে Detox Mode যুক্ত করেছে,যেটি ব্যাবহারকারীদের তাদের স্ক্রীনটাইম নিয়ন্ত্রন করতে সাহায্য করে।

তবে এখনো পর্যন্ত HMD এবং Xplora-এর মিলিত ফোনটির মনিকার,বৈশিষ্ট্য ও লঞ্চের কোনো তথ্য ঘোষণা করা হয়নি।তবে অনুমান করা হচ্ছে যে,2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথম হ্যান্ডসেটটি প্রকাশ করতে পারে।

অন্যদিকে পূর্বের কিছু ফাঁস হওয়া তথ্য পরামর্শ দেয় যে,HMD পরবর্তী ডিভাইস হিসেবে,একটি HMD Sage স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।সম্প্রতি এটি অনলাইনে দেখা গিয়েছে,যেটির মধ্যে HMD Skyline এবং HMD Crest হ্যান্ডসেটের মত একইধরনের ডিজাইন দেখা গিয়েছে।এটি Unisoc T760 5g-দ্বারা চালিত হতে পারে এবং এটিতে 50মেগাপিক্সেলের রিয়ার এবং সেলফি ক্যামেরা থাকবে বলে অনুমান করা হচ্ছে।এটি 33W দ্রুত চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD, Xplora, HMD Fusion
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
  2. Huawei ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা স্মার্টফোন আনছে
  3. OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে
  4. Realme GT 8 Pro এই তারিখে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হতে পারে
  5. Vivo X300 সিরিজ গ্লোবালি 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. Jio গ্রাহকদের জন্য জ্যাকপট, 35,000 টাকা দামের Google AI Pro ফ্রি-তে কীভাবে পাবেন জেনে নিন
  7. 50MP সেলফি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির Vivo ফোন 8,300 টাকা সস্তা হল!
  8. Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
  9. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  10. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.